ট্যাব কেলেঙ্কারি নিয়ে কড়া পদক্ষেপ নবান্নের, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সেই ১৮ লক্ষ পড়ুয়ার থেকেই এই তথ্য নেওয়ার নির্দেশ। 

সরকার টাকা দিলেও কিছু পড়ুয়া পাচ্ছে না ট্যাব কেনার টাকা। এই নিয়ে আগেই অভিযোগ উঠেছিল। এবার এই ঘটনায় নড়ে চড়ে বসল নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রিপোর্ট চাইলেন মুখ্যসচিব। স্কুল শিক্ষা সচিবের থেকে রিপোর্ট চাইলেন মুখ্যসচিব।রাজ্যজুড়ে ১৮ লক্ষ ছাত্রছাত্রীদের থেকে জানতে চাওয়া হবে এবার। স্কুল শিক্ষা দফতরকে নির্দেশ দিল প্রত্যেকটি জেলার স্কুল পরিদর্শকদের। এবারে প্রায় একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে ১৮ লক্ষ পড়ুয়াকে ট্যাবের টাকা দিয়েছে রাজ্য। সেই ১৮ লক্ষ পড়ুয়ার থেকেই এই তথ্য নেওয়ার নির্দেশ।

উল্লেখ্য, বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের নাম ও অ্যাকাউন্ট ও নাম্বার হ্যাক করে এই ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলায় চারটি স্কুলে মোট ৬৪ জন পড়ুয়ার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করেছেন ডিআই (মাধ্যমিক)।ডিআই শুভাশিস মিত্র জানিয়েছেন, চারটে স্কুলের নামে প্রতারিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, প্রতারিত হওয়া স্কুলগুলির নাম যথাক্রমে চণ্ডীপুর থানার মুরাদপুরের বিবেকানন্দ বিদ্যাপীঠ, দিবাকরপুর হাইস্কুল, নন্দকুমার থানার ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুল ও মহিষাদলের নাটশাল হাইস্কুল।যেসব অ্যাকাউন্টে টাকা গেছে সেই একাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে। তদন্তের জন্য সাইবার সেল এর সাহায্য নেওয়া হচ্ছে। আরও কারা কারা টাকা পায়নি তার খোঁজ চালানো হচ্ছে।এখনও পর্যন্ত একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তদন্ত করছে স্কুল শিক্ষা দফতর।

1.
2.

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.