Wednesday, November 12, 2025

ট্যাব কেলেঙ্কারি নিয়ে কড়া পদক্ষেপ নবান্নের, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

সরকার টাকা দিলেও কিছু পড়ুয়া পাচ্ছে না ট্যাব কেনার টাকা। এই নিয়ে আগেই অভিযোগ উঠেছিল। এবার এই ঘটনায় নড়ে চড়ে বসল নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রিপোর্ট চাইলেন মুখ্যসচিব। স্কুল শিক্ষা সচিবের থেকে রিপোর্ট চাইলেন মুখ্যসচিব।রাজ্যজুড়ে ১৮ লক্ষ ছাত্রছাত্রীদের থেকে জানতে চাওয়া হবে এবার। স্কুল শিক্ষা দফতরকে নির্দেশ দিল প্রত্যেকটি জেলার স্কুল পরিদর্শকদের। এবারে প্রায় একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে ১৮ লক্ষ পড়ুয়াকে ট্যাবের টাকা দিয়েছে রাজ্য। সেই ১৮ লক্ষ পড়ুয়ার থেকেই এই তথ্য নেওয়ার নির্দেশ।

উল্লেখ্য, বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের নাম ও অ্যাকাউন্ট ও নাম্বার হ্যাক করে এই ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলায় চারটি স্কুলে মোট ৬৪ জন পড়ুয়ার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করেছেন ডিআই (মাধ্যমিক)।ডিআই শুভাশিস মিত্র জানিয়েছেন, চারটে স্কুলের নামে প্রতারিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, প্রতারিত হওয়া স্কুলগুলির নাম যথাক্রমে চণ্ডীপুর থানার মুরাদপুরের বিবেকানন্দ বিদ্যাপীঠ, দিবাকরপুর হাইস্কুল, নন্দকুমার থানার ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুল ও মহিষাদলের নাটশাল হাইস্কুল।যেসব অ্যাকাউন্টে টাকা গেছে সেই একাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে। তদন্তের জন্য সাইবার সেল এর সাহায্য নেওয়া হচ্ছে। আরও কারা কারা টাকা পায়নি তার খোঁজ চালানো হচ্ছে।এখনও পর্যন্ত একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তদন্ত করছে স্কুল শিক্ষা দফতর।

1.
2.

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...
Exit mobile version