Tuesday, November 11, 2025

তিনবার পিছিয়ে অবশেষে আজ আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে

Date:

মঙ্গলে হল না, বুধেও না। অবশেষে বৃহস্পতিতে কি সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে? এখনও ধোঁয়াশা আইনজীবিদের মনে। কলকাতার সরকারি হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুর তদন্তে স্বতঃপ্রণোদিত মামলা চলছে শীর্ষ আদালতে (Supreme Court)। মঙ্গলবার শুনানির সময় ধার্য করা থাকলেও প্রধান বিচারপতির ব্যস্ততার কারণে মামলা পিছিয়ে বুধবার প্রথমে তা এজলাসে ওঠার কথা থাকলেও পরে জানা যায় দ্বিতীয়ার্ধে মামলা শোনা হবে। কিন্তু বুধের বিকেলে ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) জানিয়ে দেন ৭ নভেম্বর এই মামলা শুনবে ডিভিশন বেঞ্চ। তবে সকালে না দুপুরে তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে দুদিনে তিনবার পিছিয়ে গেল শুনানি।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি জেবি পারদিওয়ালা (JB Pardiwala) এবং বিচারপতি মনোজ মিশ্রের (Manoj Mishra) বেঞ্চে আরজি কর মামলার (RG Kar Medical College and Hospital) শুনানি চলছে। এই নিয়ে সপ্তম বারের জন্য শুনানি হচ্ছে। এদিন CBI তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা পড়ার কথা। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে হলফনামা দেবে রাজ্য। আরজি কর মামলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে রয়েছেন আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal)। বুধবার মামলার কোনও অংশ শুনতে চায়নি বেঞ্চ। রাজ্যের আইনজীবী আগামী সপ্তাহে এই মামলার শুনানির তারিখ চান। প্রধান বিচারপতি জানিয়ে দেন, বৃহস্পতিবার দুপুরে শুনানি হবে। এর পর সিব্বল আবার বলেন, সকালে সাড়ে ১০টা নাগাদ শুনানি হলে ভাল হয়। এরপরেই চন্দ্রচূড় (DY Chandrachud) আইনজীবীদের নিজেদের মধ্যে আলোচনা করে শুনানির সময় সংক্রান্ত সিদ্ধান্ত কোর্টকে জানানোর নির্দেশ দেন।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version