Tuesday, December 2, 2025

হোয়াইট হাউসের প্রধান স্টাফ হিসাবে বেছে নিলেন একজন মহিলাকে

Date:

Share post:

আমেরিকার (USA) সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হোয়াইট হাউসের (White House) প্রধান স্টাফ হিসাবে বেছে নিলেন একজন মহিলাকে। সুসি ওয়াইলস আমেরিকার ইতিহাসে প্রথমবার হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মনোনীত হলেন। এবারের নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পের মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন। ট্রাম্পকে রাষ্ট্রপতি পদে পুনঃনির্বাচিত করার কৃতিত্ব স্বরূপ সুসি ওয়াইলস এই পুরস্কার পেলেন।

কে এই সুসি ওয়াইলস? সুসি একজন বিশিষ্ট ফুটবল প্লেয়ার কাম স্পোর্টসকাস্টার প্যাট সামারালের কন্যা। সদ্য মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত হয়েই ডোনাল্ড ট্রাম্প তাঁকে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে বেছে নিলেন। ৬৭ বছরের ওয়াইলস মার্কিন ইতিহাসে এই পদে অধিষ্ঠিত প্রথম মহিলা।ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে জয় হাসিলের পর বলেছিলেন, সুসি ওয়াইলস আমাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় এনে দিয়েছেন। ২০১৬ ও ২০২০ সালেও রাষ্ট্রপতি নির্বাচনে আমার প্রচারাভিযানের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন সুসি। তিনি স্মার্ট এবং কঠোর পরিশ্রমী একজন দক্ষ প্রচারক। তাঁকে হোয়াইট হাউসে চিফ অফ স্টাফ হিসাবে পাওয়া সৌভাগ্যের। এই সম্মান তাঁর প্রাপ্য।
ট্রাম্প বলেন, আমরা তাঁকে ‘আইস বেবি’ বলে থাকি। সুসি ব্যাকগ্রাউন্ডে থাকতেই বেশি পছন্দ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত জেডি ভান্স হোয়াইট হাউজের প্রধান স্টাফ হিসেবে সুসির মনোনীত হওয়াকে গ্রেট নিউজ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, সুসি আমাদের সরকারের একটা বড় অ্যাসেট। ১৯৮০ সাল থেকে তিনি সক্রিয় রাজনৈতিক ময়দানে রয়েছেন। তখন থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রচারকের ভূমিকায় ছিলেন। ফ্লোরিডায় রিপাবলিকান সরকার তৈরির নেপথ্যে ছিল তার অবদান।








spot_img

Related articles

শুভেন্দুকে ‘কুকুরের’ সঙ্গে তুলনা! ‘সেবাশ্রয়’-এ আশ্রয় দেওয়ার বার্তা দেবাংশুর

সোমবারই শুরু হয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেবাশ্রয় (Sebaashray 2) ক্যাম্প। আর সেই সোমবারেই...

কি চান লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাব? রোহিঙ্গা-অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া মন্তব্য প্রধান বিচারপতির

"আপনারা কি চান? আমরা লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব?" রোহিঙ্গা (Rohingya) অনুপ্রবেশ নিয়ে মামলায় কড়া প্রশ্ন তুললেন...

বিসিসিআইয়ের মিটিংয়ের আগেই রোহিত-বিরাটের সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচক

বুধবার দ্বিতীয়  একদিনের ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিসিআই কর্তাদের। কিন্ত...

ফেব্রুয়ারিতে পাওনা টাকা দিয়ে মার্চ মাসে ফেরত! বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা। পাওনা না দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ রাজ্যক শাসকদলের। এই নিয়ে ফের কেন্দ্রের...