Monday, January 12, 2026

হোয়াইট হাউসের প্রধান স্টাফ হিসাবে বেছে নিলেন একজন মহিলাকে

Date:

Share post:

আমেরিকার (USA) সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হোয়াইট হাউসের (White House) প্রধান স্টাফ হিসাবে বেছে নিলেন একজন মহিলাকে। সুসি ওয়াইলস আমেরিকার ইতিহাসে প্রথমবার হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মনোনীত হলেন। এবারের নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পের মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন। ট্রাম্পকে রাষ্ট্রপতি পদে পুনঃনির্বাচিত করার কৃতিত্ব স্বরূপ সুসি ওয়াইলস এই পুরস্কার পেলেন।

কে এই সুসি ওয়াইলস? সুসি একজন বিশিষ্ট ফুটবল প্লেয়ার কাম স্পোর্টসকাস্টার প্যাট সামারালের কন্যা। সদ্য মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত হয়েই ডোনাল্ড ট্রাম্প তাঁকে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে বেছে নিলেন। ৬৭ বছরের ওয়াইলস মার্কিন ইতিহাসে এই পদে অধিষ্ঠিত প্রথম মহিলা।ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে জয় হাসিলের পর বলেছিলেন, সুসি ওয়াইলস আমাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় এনে দিয়েছেন। ২০১৬ ও ২০২০ সালেও রাষ্ট্রপতি নির্বাচনে আমার প্রচারাভিযানের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন সুসি। তিনি স্মার্ট এবং কঠোর পরিশ্রমী একজন দক্ষ প্রচারক। তাঁকে হোয়াইট হাউসে চিফ অফ স্টাফ হিসাবে পাওয়া সৌভাগ্যের। এই সম্মান তাঁর প্রাপ্য।
ট্রাম্প বলেন, আমরা তাঁকে ‘আইস বেবি’ বলে থাকি। সুসি ব্যাকগ্রাউন্ডে থাকতেই বেশি পছন্দ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত জেডি ভান্স হোয়াইট হাউজের প্রধান স্টাফ হিসেবে সুসির মনোনীত হওয়াকে গ্রেট নিউজ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, সুসি আমাদের সরকারের একটা বড় অ্যাসেট। ১৯৮০ সাল থেকে তিনি সক্রিয় রাজনৈতিক ময়দানে রয়েছেন। তখন থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রচারকের ভূমিকায় ছিলেন। ফ্লোরিডায় রিপাবলিকান সরকার তৈরির নেপথ্যে ছিল তার অবদান।








spot_img

Related articles

প্রতিরক্ষা ও আন্তর্জাতিক মিশনে ধাক্কা: নিখোঁজ ‘অন্বেষা’-সহ একাধিক স্যাটেলাইট

বছরের প্রথম মহাকাশ মিশনেই বড় ধাক্কা ISRO-তে। সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C62 রকেট উৎক্ষেপিত...

SIR: পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে! কমিশন-সহ সবপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানিতে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার তৃণমূল সাংসদ...

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...

স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটে তৃণমূল-বিজেপি, রাজনৈতিক সৌজন্যের ছবি

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন...