নবান্নের বাসস্ট্যান্ডের সামনে ধর্না করতে চেয়ে পুলিশে আবেদন জানিয়েছিল গ্রুপ ডি ঐক্য মঞ্চ। পুলিশ অনুমতি না দেওয়ায় মামলা গড়িয়েছিল হাইকোর্টে। ওই মামলাতেই গ্রুপ ডি ঐক্য মঞ্চর ধর্নার আবেদন মঞ্জুর করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘শহরের কোথায় কোথায় ধর্না করা যাবে কোথায় যাবে না এটা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা উচিত রাজ্য সরকারের। এ ব্যাপারে সুনির্দিষ্ট গাইডলাইনও করে দেওয়া উচিৎ সরকারের।’
আসলে আগামী ১১-১৩ নভেম্বর নিজেদের দাবি দাওয়া নিয়ে নবান্নের সামনে দিবারাত্রি টানা ধর্না অবস্থান করতে চেয়েছিল গ্রুপ ডি ঐক্য মঞ্চ। পুলিশ অনুমতি দেয়নি। মামলা গড়িয়েছিল আদালতে। এদিন রাজ্যের আইনজীবী আদালতে বলেন, নবান্নের বাসস্টপ ওটা। ওখানে রাজনৈতিক কর্মসূচি করা যাবে না।বিচারপতির পর্যবেক্ষণ,এরা তো রাজনৈতিক পার্টি নয়।পুলিশের বাধা দেওয়ার অধিকার নেই।