প্রাইভেট টিউশন পড়ে ফেরার পথে কালনায় (Kalna Girl Death) ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, শেষবার নিজের মাকে ফোন করেন ছাত্রী জানিয়েছিলেন, “ওরা আমায় বাঁচতে দেবে না”। এর কিছুক্ষণ পরেই কালনার জিউধারা রেলগেট সংলগ্ন এলাকায় দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য।

মৃতার পরিবার সূত্রে জানা গেছে ধাত্রীগ্রাম এলাকার বাসিন্দা ওই ছাত্রী প্রত্যেকদিনই কালনার শহরের এক ইংরেজি গৃহ শিক্ষকের কাছে পড়তে যান। শুক্রবারও টিউশন পড়তে গেছিলেন। অন্যান্য ধীরে তুলনায় একটু আগেই ছুটি হয়ে গেছিল বলে ওই নাবালিকার বন্ধুদের থেকে জানা গেছে। এরপরই মাকে ফোন করে ছাত্রী বলেন ‘‘ওরা আমায় বাঁচতে দেবে না’’। এই কথা বলার পরেই ফোনের লাইন কেটে যায়।রাতে কালনা স্টেশনের কিছুটা দূরেই রেললাইনের পাশ থেকে তার দেহ উদ্ধার হয়। কালনা জিআরপি দেহ উদ্ধার করে তদন্তে নামে। মৃতদেহ উদ্ধারের পর থেকেই যথেষ্ট চাঞ্চল্য এলাকায়। রাতেই কালনা জিআরপি অফিসের সামনে হাজির হয় মৃতা ছাত্রীর আত্মীয়রা। তদন্তের আশ্বাস দিয়েছেন বিধায়ক।মৃতার নাম অঙ্গনা হালদার ওরফে পিউ। ট্রেন থেকে ধাক্কা মেরে ওই ছাত্রীকে ফেলে দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দিচ্ছে কালনা থানার পুলিশ (Kalna Police)।
