Wednesday, May 7, 2025

ম্যাচে জোড়া লাল-কার্ড, তবুও রেফারিং মুখ খুললেন না লাল-হলুদ কোচ

Date:

Share post:

গতকাল আইএসএল মিনি ডার্বিতে মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র করে ইস্টবেঙ্গল এফসি। আইএসএল-এ প্রথম পয়েন্ট পেল লাল-হলুদ। ম্যাচের ৭০ মিনিট ৯ জনে খেলে ইস্টবেঙ্গল। আর দলের এরকম লড়াকু মানসিকতা দেখে উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো।

ম্যাচ শেষে অস্কার বলেন, “ এই ড্র আমাদের কাছে নৈতিক জয়। কারণ, আমাদের দু’জন কম ছিল। তাই মাঠে ওদের সঙ্গে লোকবলে পারতাম না। সেই কারণে আমরা ঠিক করেছিলাম সেট পিসের উপর বেশি জোর দেব। সেটা করার চেষ্টা করেছি। জিততে পারিনি। কিন্তু হারিনি। অনেক ম্যাচ পর ইস্টবেঙ্গল কোনও ম্যাচে গোল খায়নি। আমাদের প্রধান লক্ষ্য জেতা। পরের ম্যাচে সেই চেষ্টাই করব। আমি নিশ্চিত আমরা ফিরব। সমর্থকেরা আমাদের পাশে শুরু থেকে ছিলেন। ওদের ধন্যবাদ।”

ম্যাচের ৩০ মিনিটের মাথায় দুটো লাল কার্ড দেখে ইস্টবেঙ্গল। ২৯ মিনিটের মাথায় মাঠ ছাড়েন নন্দকুমার এবং ৩০ মিনিটে মাঠ ছাড়েন মহেশ নাওরেম সিং। ম্যাচে রেফারি হরিশ কুণ্ডুর রেফারিং নিয়ে প্রশ্ন উঠলেও,, খেলা শেষে রেফারিং নিয়ে কোনও অভিযোগ করেননি ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো। বরং দলের খেলোয়াড়দেড় নিয়েই ফোকাস লাল-হলুদ কোচের। ব্রুজো বলেন,” রেফারির বিরুদ্ধে কথা বলতে পারব না। কারণ, রেফারির বিরুদ্ধে কথা বললে শাস্তি হতে পারে। তবে মহেশ যেটা করেছে সেটা ঠিক করেনি। ফিফার নিয়ম আমরা সকলেই জানি। মহেশ সেই নিয়ম ভেঙেছে। তাই ক্লাব ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মহেশকে বুঝতে হবে নিয়ম ভাঙা কোনও ভাবেই চলবে না। ওকে শৃঙ্খলা শেখাতে হবে।”

এদিকে ম্যাচে লাল-হলুদ সমর্থকদের ভালোবাসায় আপ্লুত লাল-হলুদ কোচ। তিনি বলেন,” আমি বেশি দিন সুযোগ পাইনি। তার মধ্যেই চেষ্টা করেছি। দল ভাল খেলছে। সমর্থকদের বার্তা দিতে চাই এই সময় দলের পাশে থাকুন। এই দলটাই বদলে যাবে। এখন ওরা অনেক বেশি আত্মবিশ্বাসী ফুটবল খেলছে। ছ’টা হারার পর এই ম্যাচে একটা পয়েন্ট পেয়েছি। এই ড্র ফুটবলারদের আরও লড়াই করার রসদ দেবে। পরের ম্যাচ জেতার লক্ষ্যে নামব।”

spot_img

Related articles

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...

‘অপারেশন সিন্দুর’কে ‘লজ্জা’ দাবি ট্রাম্পের! কথা ডোভাল-রুবিওর

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম...

নাগরিক মৃত্যুকে হাতিয়ার পাকিস্তানের: জঙ্গিদের ‘সেনা’ দাবী শাহবাজ শরিফের

পহেলগাম জঙ্গি হামলা পরবর্তীতে প্রতিদিন লাইন অফ কন্ট্রোল দিয়ে গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও...

আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল, মার্কশিট মিলবে ৮ মে

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result 2025)। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের...