Monday, August 25, 2025

ম্যাচে জোড়া লাল-কার্ড, তবুও রেফারিং মুখ খুললেন না লাল-হলুদ কোচ

Date:

Share post:

গতকাল আইএসএল মিনি ডার্বিতে মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র করে ইস্টবেঙ্গল এফসি। আইএসএল-এ প্রথম পয়েন্ট পেল লাল-হলুদ। ম্যাচের ৭০ মিনিট ৯ জনে খেলে ইস্টবেঙ্গল। আর দলের এরকম লড়াকু মানসিকতা দেখে উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো।

ম্যাচ শেষে অস্কার বলেন, “ এই ড্র আমাদের কাছে নৈতিক জয়। কারণ, আমাদের দু’জন কম ছিল। তাই মাঠে ওদের সঙ্গে লোকবলে পারতাম না। সেই কারণে আমরা ঠিক করেছিলাম সেট পিসের উপর বেশি জোর দেব। সেটা করার চেষ্টা করেছি। জিততে পারিনি। কিন্তু হারিনি। অনেক ম্যাচ পর ইস্টবেঙ্গল কোনও ম্যাচে গোল খায়নি। আমাদের প্রধান লক্ষ্য জেতা। পরের ম্যাচে সেই চেষ্টাই করব। আমি নিশ্চিত আমরা ফিরব। সমর্থকেরা আমাদের পাশে শুরু থেকে ছিলেন। ওদের ধন্যবাদ।”

ম্যাচের ৩০ মিনিটের মাথায় দুটো লাল কার্ড দেখে ইস্টবেঙ্গল। ২৯ মিনিটের মাথায় মাঠ ছাড়েন নন্দকুমার এবং ৩০ মিনিটে মাঠ ছাড়েন মহেশ নাওরেম সিং। ম্যাচে রেফারি হরিশ কুণ্ডুর রেফারিং নিয়ে প্রশ্ন উঠলেও,, খেলা শেষে রেফারিং নিয়ে কোনও অভিযোগ করেননি ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো। বরং দলের খেলোয়াড়দেড় নিয়েই ফোকাস লাল-হলুদ কোচের। ব্রুজো বলেন,” রেফারির বিরুদ্ধে কথা বলতে পারব না। কারণ, রেফারির বিরুদ্ধে কথা বললে শাস্তি হতে পারে। তবে মহেশ যেটা করেছে সেটা ঠিক করেনি। ফিফার নিয়ম আমরা সকলেই জানি। মহেশ সেই নিয়ম ভেঙেছে। তাই ক্লাব ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মহেশকে বুঝতে হবে নিয়ম ভাঙা কোনও ভাবেই চলবে না। ওকে শৃঙ্খলা শেখাতে হবে।”

এদিকে ম্যাচে লাল-হলুদ সমর্থকদের ভালোবাসায় আপ্লুত লাল-হলুদ কোচ। তিনি বলেন,” আমি বেশি দিন সুযোগ পাইনি। তার মধ্যেই চেষ্টা করেছি। দল ভাল খেলছে। সমর্থকদের বার্তা দিতে চাই এই সময় দলের পাশে থাকুন। এই দলটাই বদলে যাবে। এখন ওরা অনেক বেশি আত্মবিশ্বাসী ফুটবল খেলছে। ছ’টা হারার পর এই ম্যাচে একটা পয়েন্ট পেয়েছি। এই ড্র ফুটবলারদের আরও লড়াই করার রসদ দেবে। পরের ম্যাচ জেতার লক্ষ্যে নামব।”

spot_img

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...