Thursday, December 18, 2025

বাংলার পথে নারী-বান্ধব হওয়ার চেষ্টা! মহারাষ্ট্রে জোর টক্করে কংগ্রেস-বিজেপি

Date:

Share post:

সমাজের উন্নয়নে নারীর উন্নয়ন যে সবথেকে বড় ভূমিকা নিয়ে থাকে তা দেখিয়েছিল বাংলা। এবার সেই পথে একাধিক রাজ্যে মহিলাদের জন্য উন্নয়নমুখী প্রকল্প নিতে বাধ্য হয়েছে ডবল ইঞ্জিন বিজেপি রাজ্যগুলি। মহারাষ্ট্রেও নির্বাচনের (Maharashtra Assembly Election) আগে রাতারাতি মহিলাদের জন্য মাসিক ভাতা দেড় হাজার টাকা চালু করেছিল শিণ্ডে সরকার। বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহারে দেখা গেল বিজেপির সহযোগীরা সেই পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। তবে বিজেপি ও সহযোগীদের টেক্কা দিয়েছে কংগ্রেসের ইস্তাহার (manifesto)। সেখানে আরও বাড়ল ভাতার অঙ্ক। তবে কংগ্রেস শুধুমাত্র ভাতা দিয়েই উন্নয়নের কথা বলেনি। তাদের ইস্তাহারে বিভিন্ন পেশায় নিযুক্ত মহিলাদের জন্যও রাখা হয়েছে প্রতিশ্রুতি।

নির্বাচনের দশদিন আগে ইস্তাহার প্রকাশের হিড়িক শাসক-বিরোধী দুপক্ষের। একদিকে বিজেপি যখন বেকারত্ব ইস্যুতে নির্বাচনে লড়াইয়ের পরিকল্পনায়, তখন মহিলাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে তাদের ইস্তাহারে। যদিও নির্বাচন ঘোষণার আগেই লড়কি বেহনা যোজনা (Ladki Behna Yojana) প্রকাশ করে মহিলা ভোট টানার কাজ পথ তৈরি করে রেখেছিল শিণ্ডে সরকার। এবার ইস্তাহারে সেই টাকার অঙ্ক দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মহিলা ক্ষমতায়নে বিজেপি জোটের থেকে অবশ্য গুরুত্ব অনেক বেশি দিয়েছে কংগ্রেস জোট। তাদের ইস্তাহারে শুধুই ভাতার কথা নেই। সমাজের সব ধরনের মহিলাদের জন্য প্রতিশ্রুতি রয়েছে কংগ্রেসের ইস্তাহারে। সেখানে মাসিক তিন হাজার টাকা ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতি বছর ছয়টি সিলিন্ডার (gas cylinder) ভর্তুকিতে ৫০০ টাকায় দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। সেই সঙ্গে বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থাও করা হবে বলে ইস্তাহারে রেখেছে কংগ্রেস (Congress)। আবার নারী নিরাপত্তায় একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মহিলাদের পাশাপাশি যুব সম্প্রদায়ের প্রতি বিজেপি জোটের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। একদিকে বেকার যুবকদের ভাতার প্রতিশ্রুতি যেমন দেওয়া হয়েছে। তেমনই শিক্ষাক্ষেত্রে স্কলারশিপের পরিমাণ বাড়ানোরও প্রতিশ্রুতি ইস্তাহারে রয়েছে।

spot_img

Related articles

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...