মহাকাশে গুরুতর অসুস্থ সুনীতা! ফিরতে পারবেন কি পৃথিবীতে? চিন্তায় NASA

দ্রুত ওজন কমছে, একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। চিন্তা বাড়ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার (NASA)বিজ্ঞানীদের। আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space station)গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর (Barry Butch Willmore)। সম্প্রতি তাঁদের একটি ছবি প্রকাশ্যে আসতে বাড়ছে উদ্বেগ। আদৌ সুস্থ শরীরে তাঁরা পৃথিবীতে ফিরতে পারবেন তো? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে বিজ্ঞানীদের মনে। আটদিনের জায়গায় প্রায় মাস আটেক আটকে থাকতে হচ্ছে সুনীতা আর বুচকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ফেরার কথা তাঁদের। কিন্তু এর মধ্যেই শরীর ভাঙতে শুরু করেছে। ছবিতে সুনীতাকে আগের চেয়ে অনেক বেশি শীর্ণকায় দেখা গেছে, চোখ-মুখ কার্যত শুকিয়ে ছোট হয়ে গিয়েছে । সুনীতার পাশে থাকা ব্যারিরও স্বাস্থ্যের অবনতি হয়েছে। কিন্তু তাঁরা এই অবস্থাতেও বেশ খোশমেজাজেই আছেন বলে জানা যাচ্ছে।

মহাকাশে প্রায় à§§à§«à§« দিন কাটিয়ে ফেলেছেন নাসার দুই মহাকাশচারী। এখনও প্রায় ৪ মাস থাকতে হবে সেখানে। NASA সূত্রে জানা যাচ্ছে, মহাকাশে থাকতে গেলে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার পাশাপাশি রোজ দু’ঘণ্টা করে শরীরচর্চাও জরুরি। এর আগে মহাকাশে ম্যারাথন দৌড়ে নজির গড়লেও, এবার সুনীতা অনেকটা পিছিয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। আর তাতেই চিন্তা বাড়ছে নাসার বিজ্ঞানীদের। সুনীতার দ্রুত ওজন হ্রাস ভাল লক্ষণ নয়, মত চিকিৎসকদের। আপাতত তাঁকে স্থিতিশীল করার চেষ্টা চলছে। উইলমোরেরও শারীরিক অবস্থার অবনতি শুরু হয়েছে।