যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

0
2

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে ওই অধ্যাপকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  উত্তরাখণ্ডের হোটেলের বন্ধ ঘর থেকে অধ্যাপক মৈনাক পালের  রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, ২ বন্ধুদের সঙ্গে আলমোড়া গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক। গতকালই ফেরার কথা ছিল। ফেরার সময় হোটেলে মৃত্যু হয় তাঁর।

প্রসঙ্গত, কিছুই বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুরকে। সদ্য যাদবপুর পড়ুয়ার মৃত্যু এখনও কেউ ভুলতে পারেনি। যে কোনও ঘটনার সঙ্গেই উঠে আসে সেই প্রসঙ্গ। নদিয়ার হাঁসখালির বাসিন্দা তথা যাদবপুরের ওই পড়ুয়ার নাম ছিল স্বপ্নদীপ। যদিও এই ঘটনাগুলির কোনওটার সঙ্গেই ওই অধ্যাপকের মৃত্যুর মিল পাওয়া যায়নি। প্রেক্ষাপট আলাদা হলেও তবুও, আরও একবার রহস্যমৃত্যুর মুখোমুখি হল দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠান, যা নিয়ে চাঞ্চল্য সর্বত্র।