Tuesday, November 4, 2025

অ্যাকাউন্টে ট্যাবের টাকা জমায় সমস্যা: নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

সোমবারের মধ্যে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা তাদের অ্যাকাউন্টে পড়ার কথা সরকারি নির্দেশ অনুসারে। তবে তার কয়েকদিন আগে থেকেই সমস্যায় জেরবার রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প। ট্যাবের (tab) টাকা একাধিক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাওয়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নির্দেশে সোমবারই উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)।

রবিবারও বনগাঁ, মালদহের একাধিক স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ ওঠে। স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক ক্ষেত্রেই পুলিশের দ্বারস্থ হয়। তবে এর আগে এই ধরনের যে ঘটনা ঘটেছিল তাতে অ্যাকাউন্ট হ্যাক (hack) করার তথ্য উঠে এসেছিল। সেই সময়ই অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক স্কুলে একই ধরনের ঘটনায় তড়িঘড়ি সমাধানের পথে বৈঠক ডাকলেন মুখ্যসচিব (Chief Secretary)। শিক্ষা দফতরের আধিকারিক ও পুলিশ কর্তারা উপস্থিত থাকবেন এই বৈঠকে।

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে পান। এক্ষেত্রে দেখা যাচ্ছিল সেই টাকা পডু়য়াদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছিল। স্কুল কর্তৃপক্ষগুলি এই বিষয়টি নজর করার পরই পুলিশ ও রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অ‌্যাকাউন্টে অবিলম্বে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁরই নির্দেশে সোমবার নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি (DG, Police) সহ শিক্ষা দফতরের অধিকর্তা। থাকবেন একাধিক জেলার জেলাশাসকরাও।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...