Monday, November 24, 2025

অ্যাকাউন্টে ট্যাবের টাকা জমায় সমস্যা: নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

সোমবারের মধ্যে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা তাদের অ্যাকাউন্টে পড়ার কথা সরকারি নির্দেশ অনুসারে। তবে তার কয়েকদিন আগে থেকেই সমস্যায় জেরবার রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প। ট্যাবের (tab) টাকা একাধিক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাওয়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নির্দেশে সোমবারই উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)।

রবিবারও বনগাঁ, মালদহের একাধিক স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ ওঠে। স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক ক্ষেত্রেই পুলিশের দ্বারস্থ হয়। তবে এর আগে এই ধরনের যে ঘটনা ঘটেছিল তাতে অ্যাকাউন্ট হ্যাক (hack) করার তথ্য উঠে এসেছিল। সেই সময়ই অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক স্কুলে একই ধরনের ঘটনায় তড়িঘড়ি সমাধানের পথে বৈঠক ডাকলেন মুখ্যসচিব (Chief Secretary)। শিক্ষা দফতরের আধিকারিক ও পুলিশ কর্তারা উপস্থিত থাকবেন এই বৈঠকে।

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে পান। এক্ষেত্রে দেখা যাচ্ছিল সেই টাকা পডু়য়াদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছিল। স্কুল কর্তৃপক্ষগুলি এই বিষয়টি নজর করার পরই পুলিশ ও রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অ‌্যাকাউন্টে অবিলম্বে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁরই নির্দেশে সোমবার নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি (DG, Police) সহ শিক্ষা দফতরের অধিকর্তা। থাকবেন একাধিক জেলার জেলাশাসকরাও।

spot_img

Related articles

বাবা-মায়ের নাম নেই তালিকায়! SIR আতঙ্কে মৃত্যু আদিবাসী যুবকের

রাজ্যে এসআইআর আতঙ্কে মৃতের তালিকায় যুক্ত হল আরও এক নাম। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে...

সুপ্রিম কোর্টের ৫৩-তম প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথ বিচারপতি সূর্য কান্তর 

দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে কাজ করার শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত (Oath Taking ceremony of Surya Kant)।...

ভারতীয় উইং কমান্ডারের মৃত্যুর পরও ‘শো মাস্ট গো অন’! নীরব প্রতিবাদ মার্কিন পাইলটদের

আমি চলে যাব। তার পরেও আমার সহকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ‘রক এন্ড রোল’ করবে। এই দৃশ্যটাই আমাকে ভাবালো।...

মাতৃদুগ্ধে ইউরেনিয়াম! বিহারের ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য

বিহারে (Bihar) মাতৃদুগ্ধে ইউরেনিয়ামের (Uranium found in Breast milk) তথ্য চাঞ্চল্যকর। উদ্বেগজনক। মায়ের বুকের দুধ-নির্ভর শিশুর স্বাস্থ্যের ওপর...