Monday, August 25, 2025

আশঙ্কা সত্যি করে ইন্টারপোলকে (Interpol) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) নামে রেড কর্নার নোটিশ (Red Corner Notice) জারির অনুরোধ জানালো বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (International Crimes Tribunal) আন্তর্জাতিক সংস্থার কাছে হাসিনার গ্রেফতারির দাবি জানিয়ে রেড কর্নার নোটিশ জারির আবেদন করে। সেই সঙ্গে জুলাই-অগাস্ট মাসে বাংলাদেশের গণহত্যায় অভিযুক্ত সব রাজনৈতিক নেতাদের জন্য একই আবেদন ইন্টারপোলের কাছে জানানো হয়েছে বলেও দাবি চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলামের।

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জয়ের পরই প্রমাদ গোনা শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইতিমধ্যেই সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করেছেন হবু মার্কিন রাষ্ট্রপতি। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে ফিরে পেয়ে শাস্তি দেওয়ার প্রক্রিয়া কঠিন হবে মহম্মদ ইউনুস (Mohammed Yunus) সরকারের পক্ষে, একথা আন্দাজ করেই তাঁর নামে রেড কর্নার নোটিশ (Red Corner Notice) জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানাবেন বলেই আশঙ্কা করা হচ্ছিল।

প্রবল হাসিনা বিরোধী অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই বাংলাদেশের পাঠ্যবই থেকে মুছে ফেলেছে মুজিবের সময়ের ইতিহাস। সেই সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আইনের ধারা অনুযায়ী বৈদেশিক ক্ষেত্রে বিচারের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (International Crimes Tribunal) রেড কর্নার নোটিশ জারির আবেদন জানায় ইন্টারপোলের (Interpol) কাছে। রবিবারই এই আবেদন জানানো হয়েছে বলে জানান ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর। যেহেতু শেখ হাসিনা দেশ ছেড়েছেন ও বাংলাদেশের এক্তিয়ারের বাইরে চলে গিয়েছেন তাই ইন্টারপোলের সাহায্য নিচ্ছে বাংলাদেশ। পাশাপাশি হাসিনার সঙ্গে অভিযুক্ত আরও ৪৬ জনের নামেও একই গণহত্যার গ্রেফতারি পরোয়ানা থাকায় একই অনুরোধ জানানো হয়েছে ইন্টারপোলকে।

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...
Exit mobile version