Thursday, November 6, 2025

হাসিনার নামে রেড কর্নার নোটিশ: ইন্টারপোলকে অনুরোধ বাংলাদেশের

Date:

আশঙ্কা সত্যি করে ইন্টারপোলকে (Interpol) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) নামে রেড কর্নার নোটিশ (Red Corner Notice) জারির অনুরোধ জানালো বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (International Crimes Tribunal) আন্তর্জাতিক সংস্থার কাছে হাসিনার গ্রেফতারির দাবি জানিয়ে রেড কর্নার নোটিশ জারির আবেদন করে। সেই সঙ্গে জুলাই-অগাস্ট মাসে বাংলাদেশের গণহত্যায় অভিযুক্ত সব রাজনৈতিক নেতাদের জন্য একই আবেদন ইন্টারপোলের কাছে জানানো হয়েছে বলেও দাবি চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলামের।

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জয়ের পরই প্রমাদ গোনা শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইতিমধ্যেই সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করেছেন হবু মার্কিন রাষ্ট্রপতি। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে ফিরে পেয়ে শাস্তি দেওয়ার প্রক্রিয়া কঠিন হবে মহম্মদ ইউনুস (Mohammed Yunus) সরকারের পক্ষে, একথা আন্দাজ করেই তাঁর নামে রেড কর্নার নোটিশ (Red Corner Notice) জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানাবেন বলেই আশঙ্কা করা হচ্ছিল।

প্রবল হাসিনা বিরোধী অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই বাংলাদেশের পাঠ্যবই থেকে মুছে ফেলেছে মুজিবের সময়ের ইতিহাস। সেই সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আইনের ধারা অনুযায়ী বৈদেশিক ক্ষেত্রে বিচারের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (International Crimes Tribunal) রেড কর্নার নোটিশ জারির আবেদন জানায় ইন্টারপোলের (Interpol) কাছে। রবিবারই এই আবেদন জানানো হয়েছে বলে জানান ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর। যেহেতু শেখ হাসিনা দেশ ছেড়েছেন ও বাংলাদেশের এক্তিয়ারের বাইরে চলে গিয়েছেন তাই ইন্টারপোলের সাহায্য নিচ্ছে বাংলাদেশ। পাশাপাশি হাসিনার সঙ্গে অভিযুক্ত আরও ৪৬ জনের নামেও একই গণহত্যার গ্রেফতারি পরোয়ানা থাকায় একই অনুরোধ জানানো হয়েছে ইন্টারপোলকে।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version