Tuesday, May 6, 2025

রাজ্যের তরফে সর্বোচ্চ শ্রদ্ধা, গান স্যালুটে শেষ বিদায় মনোজ মিত্রকে

Date:

অভিনয়ের সাজানো বাগান রেখে পরপারে ‘বাঞ্ছারাম’ মনোজ মিত্র (Manoj Mitra)। বর্ষীয়ান বিখ্যাত অভিনেতা-নাট্যকারকে গান স্যালুটে শেষ বিদায় জানাল রাজ্য সরকার (State Government)। অনুরাগীদের জন্য দুপুর থেকে মনোজ মিত্রর দেহ শায়িত ছিল রবীন্দ্র সদনে। সেখানেই গান স্যালুট দেওয়া হয়। তার পরে সেখান থেকে নিমতলা শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য হয়।

মঙ্গলবার সকাল à§®.৫০ নাগাদ প্রয়াত হন ‘বাঞ্ছারামের বাগান’,’আদর্শ হিন্দু হোটেল’ খ্যাত অভিনেতা। বয়স হয়েছিল ৮৬ বছর। দুপুর থেকে রবীন্দ্র সদনে দেহ শায়িত রাখা হয়। সেখানে গিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু। ছিলেন অভিনয় জগতের বিশিষ্টরা। সেখানে তাঁকে গান স্যালুটে শেষ বিদায় জানানো হয়। এর পরে মরদেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে। তাঁর কন্যা জানান, রাজ্য সরকারের তরফ থেকে সব সময় তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল। তবে, তাঁর বাবার ইচ্ছে অনুসারে চিকিৎসার খরচ পরিবারই বহন করেছে।

সেপ্টেম্বরেই গুরুতর অসুস্থ হন মনোজ মিত্র( Manoj Mitra)। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেই সময় তাঁর মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই রুষ্ট হয়েছিল পরিবার। খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। বিভিন্ন যন্ত্রের সাপোর্টে রাখা হয়েছিল। কিছুদিন আগে ফের অসুস্থ হন। ভর্তি করা হয় ক্যালকাটা হার্ট ক্লিনিকে। সেখান থেকে আর বাড়ি ফিরতে পারলেন না।







Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version