Wednesday, November 12, 2025

রাজ্যের তরফে সর্বোচ্চ শ্রদ্ধা, গান স্যালুটে শেষ বিদায় মনোজ মিত্রকে

Date:

অভিনয়ের সাজানো বাগান রেখে পরপারে ‘বাঞ্ছারাম’ মনোজ মিত্র (Manoj Mitra)। বর্ষীয়ান বিখ্যাত অভিনেতা-নাট্যকারকে গান স্যালুটে শেষ বিদায় জানাল রাজ্য সরকার (State Government)। অনুরাগীদের জন্য দুপুর থেকে মনোজ মিত্রর দেহ শায়িত ছিল রবীন্দ্র সদনে। সেখানেই গান স্যালুট দেওয়া হয়। তার পরে সেখান থেকে নিমতলা শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য হয়।

মঙ্গলবার সকাল ৮.৫০ নাগাদ প্রয়াত হন ‘বাঞ্ছারামের বাগান’,’আদর্শ হিন্দু হোটেল’ খ্যাত অভিনেতা। বয়স হয়েছিল ৮৬ বছর। দুপুর থেকে রবীন্দ্র সদনে দেহ শায়িত রাখা হয়। সেখানে গিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু। ছিলেন অভিনয় জগতের বিশিষ্টরা। সেখানে তাঁকে গান স্যালুটে শেষ বিদায় জানানো হয়। এর পরে মরদেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে। তাঁর কন্যা জানান, রাজ্য সরকারের তরফ থেকে সব সময় তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল। তবে, তাঁর বাবার ইচ্ছে অনুসারে চিকিৎসার খরচ পরিবারই বহন করেছে।

সেপ্টেম্বরেই গুরুতর অসুস্থ হন মনোজ মিত্র( Manoj Mitra)। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেই সময় তাঁর মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই রুষ্ট হয়েছিল পরিবার। খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। বিভিন্ন যন্ত্রের সাপোর্টে রাখা হয়েছিল। কিছুদিন আগে ফের অসুস্থ হন। ভর্তি করা হয় ক্যালকাটা হার্ট ক্লিনিকে। সেখান থেকে আর বাড়ি ফিরতে পারলেন না।







Related articles

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...
Exit mobile version