Saturday, November 15, 2025

সতর্ক রাজ্য! তরুণের স্বপ্ন প্রকল্পের কেলেঙ্কারি এড়াতে একাধিক পদক্ষেপ

Date:

Share post:

তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে চাঞ্চল্যের মধ্যেই এবার ভবিষ্যতে এধরণের কেলেঙ্কারি এড়াতে সতর্ক হচ্ছে রাজ্য সরকার। এবার ওই প্রকল্পে আধার কার্ড সংযুক্তিকরনের মাধ্যমে পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার কথা ভাবা হচ্ছে। এতদিন ওই প্রকল্পে আধার সংযুক্তির নিয়ম ছিলনা। আগামী বছর থেকে এই পরিকল্পনা কার্যকর করার জন্য স্কুল শিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে ট্যাবের টাকা নিয়ে বিস্তর অভিযোগ উঠছে। কোনও-কোনও পড়ুয়া ট্যাবের টাকা পাচ্ছে না। কারও অ্যাকাউন্টে আবার দু’বার করে ঢুকেছে টাকা। রাজ্যজুড়ে ৩০০-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে বিভিন্ন জেলায় জেলায় রিপোর্ট চেয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। সোমবার মুখ্যসচিবের উপস্থিতিতে উচ্চ-পর্যায়ের বৈঠক ছিল নবান্নে। সেখান থেকে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

আগামী দিনে এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য যা যা করার প্রয়োজন তার নির্দেশ দেন। মুখ্যসচিব স্কুল শিক্ষা দফতরের সচিবকে নির্দেশ দিয়ে বলেন, “আমাদের সিস্টেমকে আরও উন্নত করতেই হবে। তার জন্য যা যা পদক্ষেপ করার করুন।” এখানেই শেষ নয়, মুখ্যসচিব এও নির্দেশ দিয়েছেন, “ট্যাবের টাকা গায়েবের ঘটনায় প্রধান শিক্ষকদের গাফিলতি স্পষ্ট হয়েছে। প্রধান শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিকগত ভাবেও পদক্ষেপ করতে হবে।” তার পরেই এই আধার সংযুক্তির নির্দেশ।

আরও পড়ুন- সমান ও বিপরীত প্রতিক্রিয়া! বাংলাদেশ নিয়ে অশান্তি তৈরির চেষ্টা শুভেন্দুর

spot_img

Related articles

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...