এবার গুরুত্বপূর্ণ বৈঠক, মমতাকে ঘিরে উচ্ছ্বাস পাহাড়ে

আজ, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে নাগাদ জিটিএ-র সদস্যদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের উন্নয়নে জিটিএর সদস্যদের কোনও নতুন নির্দেশ মুখ্যমন্ত্রী দেবেন কি না, সেই বিষয়ে নজর রয়েছে পাহাড়ের রাজনৈতিক মহলের।

একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দুদিন একেবারে ঠাসা কর্মসূচি। ফুল, খাদা দিয়ে অভ্যর্থনা জানানো হয় মমতাকে। কার্শিয়াং হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে যান। সরস মেলার উদ্বোধন করবেন তিনি।প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের পাহাড় সফর।চারদিনের সফরে গিয়েছেন তিনি। বাগডোগরা হয়ে তিনি গিয়েছেন পাহাড়ে। কার্শিয়াংয়ে গাড়ি থামিয়ে তিনি জনসংযোগ করেন। মঙ্গলবার জিটিএর বৈঠক। আবার একাধিক উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেখানে কী প্রতিশ্রুতি দেন, পর্যটন নিয়ে নতুন কি বার্তা দেন সেদিকে তাকিয়ে অনেকে।