সপ্তাহান্তে হাওয়া বদল। বুধবার তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামতে পারে। রাজ্য জুড়ে শীতের আমেজের সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলায় তাপমাত্রার পারদ পতন হবে বেশ কিছুটা। ১৫ নভেম্বর থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামবে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। রাজ্য জুড়েই শুষ্ক আবহাওয়ার দাপট থাকবে।
উত্তরে হিমালয় ঘেঁষা এলাকা এবং দক্ষিণে গাঙ্গেয় বাংলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।