Wednesday, November 5, 2025

সরকারি হাসপাতালে চিকিৎসককে কোপের পর কোপ! চেন্নাইয়ে বিক্ষোভে স্বাস্থ্যকর্মীরা

Date:

Share post:

চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা গোটা দেশে কতটা সংকটে তার ছবি ধরা পড়ল চেন্নাইয়ের (Chennai) সরকারি হাসপাতালে। রোগীর ছেলের সাতটি ছুরির কোপে আক্রান্ত চিকিৎসককে দ্রুত ওই হাসপাতালেই ভর্তি করা হয়। ঘটনায় দ্রুত তৎপরতা দেখায় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। আর জি করের ঘটনার পরে গোটা দেশের স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তা বিধান নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে, তার পর্যবেক্ষণে তৈরি টাস্ক ফোর্সের (NTF) দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া কতটা জরুরি তা এই ঘটনায় আবারও প্রমাণিত হল।

চেন্নাইয়ের গুইন্ডিতে (Guindy) কলাইগনার সেন্টেনারি সুপারস্পেশালিটি হাসপাতালের অনকোলজি (Oncology) বিভাগের চিকিৎসক বালাজির উপর চড়াও হয় ভিগনেশ্বরম নামে এক যুবক। অভিযোগ, ওই যুবক আগে ওই হাসপাতালের কর্মী ছিল। তাঁর মায়ের চিকিৎসা করছিলেন চিকিৎসক বালাজি। সেই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাঁদের বচসা শুরু হতেই ভিগনেশ্বরম বালাজির ঘাড়ে ছুরি দিয়ে পরপর সাতটি কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় চিকিৎসককে উদ্ধার করে ভর্তি করা হয়।

এই ঘটনার পরই বিক্ষোভ সামিল হন হাসপাতালের চিকিৎসকরা। তামিলনাড়ু গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (TNGDA) এই ঘটনার তীব্র নিন্দা করে। সেই সঙ্গে রাজ্যজুড়ে জরুরি পরিষেবা, নির্দিষ্ট কিছু অস্ত্রোপচার ছাড়া কর্মবিরতি শুরু করে। সেই সঙ্গে ডাক্তারি পড়ুয়া ও স্বাস্থ্যকর্মীরাও বিক্ষোভে সামিল হয়। নিরাপত্তা সংক্রান্ত তিন দফা দাবি তাঁরা প্রশাসনের কাছে পেশ করে। অন্য়দিকে, অভিযুক্ত ভিগনেশ্বরমকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। সেখানেই উঠে আসে হাসপাতালের মধ্যে লুকিয়ে ছুরি এনেছিল ওই যুবক। তার লক্ষ্যই ছিল চিকিৎসকের উপর হামলা চালানো। ঘটনার পর হাসপাতালে আহত চিকিৎসককে দেখতে যান উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)।

spot_img

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...