ভাটপাড়ায় শুটআউট-খুনে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

সকাল সকাল উত্তপ্ত ভাটপাড়া(Shootout at Bhatpara)। নৈহাটিতে উপনির্বাচনের মাঝেই ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ খুন হলেন। গুলি-বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ভাটপাড়ায় গুলিকাণ্ডের সঙ্গে কোনও যোগ নেই উপনির্বাচনের, জানিয়েছে কমিশন (Election commission)। তবুও নৈহাটি বিধানসভা কেন্দ্রের ভোট প্রক্রিয়ায় যাতে এই ঘটনার কোন প্রভাব না পড়ে সেই কথা মাথায় রেখে সতর্কতামূলক পদক্ষেপ করার পাশাপাশি জেলাশাসকের (DM)কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক বলে খবর মিলেছে।

ভাটপাড়া ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি ভোটে সকালে স্থানীয় চায়ের দোকানে বসে যখন গল্প করছিলেন তখন আচমকাই চার-পাঁচ জন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। দ্রুত তৃণমূল নেতাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে অবস্থার অবনতি হলে বারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। এখানেই মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থানে যান পুলিশ কমিশনার, তিনি গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন।