Friday, November 7, 2025

উপনির্বাচনে নিশ্চিত হার বুঝেই কমিশন-কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

Date:

রাজ্যে ৬ কেন্দ্রের উপনির্বাচনেই (by election) নিশ্চিত হার হতে চলেছে, তা বুঝে গিয়েছেন বিরোধী দলনেতা বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাই ভোট শুরু হতে না হতেই নির্বাচন কমিশন ও কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। বুধবার সকালেই মেদিনীপুর কেন্দ্রের উপনির্বাচনে সাময়িক উত্তেজনা ছড়ায়। তার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা-কর্মীদের বাড়ি ঘেরাও করে রাখার অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। নালিশ জানান কমিশনেও (Election Commission)।

রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেন, তাঁর দলের নেতাদের বাড়ি ঘিরে রাখা হচ্ছে। তিনি এই মর্মে রাজ্য পুলিশকের দিকে আঙুল তুলে সোশ্যাল মিডিয়াতে (social media) পোস্টও করেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে খোঁজ নিয়েছে নির্বাচন কমিশনও। শুভেন্দু দাবি করেন, মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকায় বিজেপি নেতা নয়ন দে-র বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ। তিনি বিজেপির মণ্ডল কমিটির সম্পাদক। এরপর তিনি সোশ্যাল মিডিয়া ভিডিয়ো পোস্ট করে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুলিশ ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য বিপজ্জনক কাণ্ডকারখানা করছে। মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া পঞ্চায়েতের বিজেপির কার্যকর্তা নয়ন দে-কে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। তাঁর বাড়ি ঘিরে রাখা হয়েছে। ভোটে যাতে তিনি অংশ নিতে না পারেন, তার জন্যই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তাঁর ওই পোস্টের প্রেক্ষিতে দ্রুত রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (CEO, Election Commission)।

রাজ্যে ছয় কেন্দ্রে উপনির্বাচন চলছে। এর মধ্যে ৫টি কেন্দ্রই ছিল শাসকশিবিরের দখলে। একটি আসন ছিল বিজেপির। এবার সেটিও হারানোর সম্ভাবনা প্রবল। এই অবস্থায় হালে পানি না পেয়ে কমিশনের (Election Commission) কাছে নালিশ জানিয়েও দায় ঝাড়তে তৎপর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি চিত্রনাট্য সাজিয়ে রাখছেন হারের সাফাই দেওয়ার জন্য। তাই ভোট ময়দান থেকে পিছু হটে কমিশন ও আর কোর্টের দরজা দেখাচ্ছেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ এসেছে। কিন্তু কোথাও কোনও অশান্তি নেই। শান্তিপূর্ণ ভোট হচ্ছে। শুভেন্দুরা মানুষের সমর্থন হারিয়ে কোর্টে গিয়ে বাঁচার রাস্তা খুঁজছেন।

এদিকে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের অভিযোগ, ভোটের দিন সকালে ক্যাম্প অফিস থেকে তুলে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর শহর ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বিনোদ হাতিকে। এছাড়াও মেদিনীপুর বিধানসভা (Medinipur Assembly) এলাকা থেকে একাধিক বিজেপি নেতা, কর্মীকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট, গ্রামীণ এলাকায় ধরপাকড় চালাচ্ছে পুলিশ। হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version