Thursday, August 28, 2025

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই জয়ের নেপথ্য কারিগর হিসেবে এলন মাস্কের (Elon Musk) নাম উঠে এসেছে বারবার। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ডকে জেতাতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলেন মাস্ক। সফলও হয়েছেন। তাই নিজের দায়িত্ব যথাযথ পালনের জন্য পুরস্কার স্বরূপ মার্কিন প্রশাসনে বড় দায়িত্বের পথ পেতে চলেছেন এক্স (X) কর্তা। জল্পনা চলছিল কিছুদিন ধরেই, এবার তাকে সত্যি করে বড় ঘোষণা করলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট। একটি বিবৃতি জারি করে ট্রাম্প জানান, তাঁর প্রশাসনে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি’র প্রধান হবেন এলন মাস্ক (Elon Musk)। সেই দফতরেই ট্রাম্পের সঙ্গে কাজ করবেন বিবেক রামাস্বামী (Vivek Ramaswami)।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে (US President Election) ট্রাম্পের জন্যে জলের মতো টাকা ঢেলেছেন টেসলা কর্তা। সুইং স্টেটের ভোটের দিকে বিশেষ নজর দিয়ে আলাদা পরিকল্পনাও করেছিলেন। সবটাই তাঁর পক্ষে গিয়েছে। পাশাপাশি, আরও একজনের কথা উল্লেখ করতে হয়। তিনি ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী। একটা সময় ডোনাল্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরবর্তীতে ট্রাম্পের হয়ে গলা ফাটান তিনি। রিপাবলিকান শিবিরে ক্রমেই গুরুত্ব বেড়েছে ৩৯ বছর বয়সি ব্যবসায়ী বিবেকের। অনেকে তো মনে করেছিলেন রামাস্বামীকেই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী করতে পারেন ট্রাম্প। শেষ পর্যন্ত অবশ্য সেটাও হয়নি। তবে প্রত্যাশা মতোই প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে বিবেককে।ডোনাল্ড ট্রাম্প বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রীয় আমলাতন্ত্রে পরিবর্তন এনে নাগরিক জীবনকে আরও উন্নত করতে মাস্ক এবং রামাস্বামীর দক্ষতার উপর তাঁর ভরসা আছে। এনাদের দুজনের দফতর বাইরে থেকে ট্রাম্প প্রশাসনকে পরামর্শ দেবে।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version