Tuesday, November 11, 2025

মণিপুর ইস্যুতে সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুলল তৃণমূল

Date:

মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুলল তৃণমূল। দলের দুই প্রবীণ সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং কাকলি ঘোষদস্তিদারের আক্রমণের মুখে দাঁড়ানোর জায়গাই পেল না মোদি সরকার। তৃণমূল কংগ্রেসের একের পর এক প্রশ্নবাণে জর্জজড়িত হয়ে মঙ্গলবার কার্যত পালিয়ে গেলেন মোদি সরকারের তাবড় তাবড় আমলারা। আসলে জবাব দেওয়ার মতো কোনও উত্তরইতো নেই তাঁদের কাছে।

মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রকৃত অর্থেই প্রবল আক্রমণাত্মক হয়ে উঠেছিল বিরোধীরা। সবচেয়ে বেশি সরব হয়েছিলেন তৃণমূলের দুই প্রবীণ সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও কাকলী ঘোষদস্তিদার। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে এই কমিটির আলোচ্যসুচিতে কেনও রাখা হয়নি সেই প্রশ্ন তুলে সরকার পক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন তৃণমূলের দুই সাংসদ। কেনও বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে মোদি সরকার, তারও জবাব তলব করেন তৃণমূল সাংসদরা।

মঙ্গলবারের বৈঠকে বিরোধী শিবিরের পক্ষ থেকে এভাবেই তোপ দাগা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ও তাঁর আমলাদের উদ্দেশ্যে৷ তাঁদের তোপের মুখে বিজেপি ও টিডিপি সাংসদদের কয়েকজনও স্বীকার করেন, মহিলাদের নিরাপত্তার মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই কমিটির আলোচ্যসূচিতে রাখা উচিত৷ উল্লেখ্য, এদিনের স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মোদি সরকারের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন কয়েকজন বিজেপি সাংসদও৷ সরকারের তরফে যখন সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করা হচ্ছে সেই সময়েই এক বিজেপি সাংসদ জানতে চান সাইবার প্রতারণার ফাঁদে পড়ে মোট কত কোটি টাকা হারিয়েছে আমজনতা? এই প্রশ্নের কোনও উত্তর ছিল না সরকারি আমলাদের কাছে৷ এই সূত্রেই বর্ডার ম্যানেজমেন্ট ইস্যুতে মোদি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও ডেরেক ও ব্রায়ান৷ অবিলম্বে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে কমিটির বৈঠকে, দাবি জানান দুই তৃণমূল সাংসদ। এদিনের বৈঠকে ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনার দাবি তুলতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্য৷

আরও পড়ুন- জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদন কীভাবে, স্পষ্ট নির্দেশ প্রধান বিচারপতি খান্নার

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version