Sunday, August 24, 2025

ওয়েনাড় উপ-নির্বাচন: ভোটের মঞ্চে প্রথম পরীক্ষা, বুথে ঘুরলেন প্রিয়াঙ্কা

Date:

প্রথমবার নির্বাচনী পরীক্ষায় প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। ওয়েনাড় উপনির্বাচনের (Wayanad by-election) দিন সকাল থেকে নিজেই ঘুরলেন বুথে কংগ্রেস প্রার্থী। একদিকে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পাওয়ার চ্যালেঞ্জ, সেই সঙ্গে ভাই রাহুল গান্ধীর (Rahul Gandhi) জেতা আসন ধরে রাখাও চ্যালেঞ্জ প্রিয়াঙ্কার হাতে। সকালে থেকে সেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটদানের আগ্রহ দেখা যায়। বেলা সাড়ে বারোটা পর্যন্ত ভোট পড়ে ৩৪.৩৮ শতাংশ।

২০১৯ সাল থেকে ওয়েনাড়ের দখল রাহুল গান্ধীর হাতে। নির্বাচনী প্রচারে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রিয়াঙ্কার হয়ে প্রচার চালিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। বুধবার প্রিয়াঙ্কার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় রাহুল লেখেন, প্রিয়াঙ্কা ওয়েনাড় (Wayanad) থেকে জয়ী হলে শুধুই তাঁদের নির্বাচিত প্রতিনিধি হবেন না, তিনি হবেন তাঁদের বোন, মেয়ে, প্রবক্তা। আমার নিশ্চিত ওয়েনাড়ের স্বতঃস্ফূর্ত বিকাশে সে অত্যন্ত উপযোগী হবে।

ওয়েনাড়ে প্রিয়াঙ্কার বিরুদ্ধে রয়েছেন ১৫ জন প্রার্থী। বামেদের এলডিএফের (LDF) পক্ষে রয়েছেন সথ্যন মোকেরি, এনডিএ-র (NDA) পক্ষে প্রার্থী নভ্যা হরিদাস। বুধবার ১৩৫৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্য়ে লক্কিড়ি, ভৈথিরিতে নির্বাচনী বুথে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)। তিনি আশা প্রকাশ করেন, ওয়েনাড়ের মানুষ যেভাবে তাঁকে ভালোবাসা দিয়েছেন, তার প্রতিদান দেওয়ার জন্য যেন তাঁরা তাঁকে নির্বাচনে জয়ী হতে সাহায্য় করেন। যে বুথে তিনি প্রবেশ করেন এদিন, সেখানেই মহিলাদের ভালোবাসা ও আবেগে ভাসেন প্রিয়াঙ্কা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version