Monday, August 25, 2025

‘জন্ম মৃত্যু পোর্টাল’-এ এবার থেকে উল্লেখ করতে হবে মৃত্যুর কারণ, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্যভবনের

Date:

রাজ্যের স্বাস্থ্য দফতর জন্ম মৃত্যু তথ্য পোর্টালে এবার থেকে মৃত্যুর কারণ বাধ্যতামূলকভাবে উল্লেখ করার নির্দেশ দিয়েছে। প্রথমে এই ব্যবস্থা মুর্শিদাবাদ জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে। পর্যায়ক্রমে এটি সমগ্র রাজ্যে সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্যভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জন্ম মৃত্যু পোর্টালে সালে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এমএসডি পোর্টাল চালু করা হয়েছিল, যেখানে মৃত্যুর কারণ নথিভুক্ত করতে হয়। এবার এই এমসিসিডি পোর্টাল জন্ম মৃত্যু তথ্য পোর্টালের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যার ফলে সমস্ত মৃত্যুর তথ্য সরাসরি স্বাস্থ্যদপ্তরের নিয়ন্ত্রণে আসবে।

উল্লেখ্য, রাজ্যে কেন্দ্রীয় ভাবে অনলাইন জন্ম-মৃত্যুর সংশাপত্র দেওয়ার কাজ শুরু হওয়ার পর এপর্যন্ত ওই পদ্ধতিতে ১৭ লক্ষেরও বেশি সংশাপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় সাত লক্ষ ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর শংসাপত্র এবং ৯ লক্ষের কাছাকাছি জন্মের সংশাপত্র দেওয়া হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে জন্মমৃত্যুর ২৩ লক্ষ শংসাপত্র জারি করা হয়েছে। জন্ম মৃত্যু তথ্য’ নামে এই পোর্টালের মাধ্যমে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের আবেদন জানানো যাচ্ছে।

আরও পড়ুন- শিক্ষক নয়, পড়াশোনাতেও সাহায্য কৃত্রিম বুদ্ধিমত্তার

https://janma-mrityutathya.wb.gov.in- এই লিঙ্ক ব্যবহার করে আবেদন জানানো যায়। ১৮০০৩১৩৪৪৪২২২ — টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করে এই সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে এই সংক্রান্ত যে কোন তথ্য সেখান থেকে জানা যাবে।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version