Saturday, August 23, 2025

অর্থাভাবে মেলেনি অ্যাম্বুল্যান্স, টোটোতে অসুস্থ স্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতায় প্রৌঢ়

Date:

অ্যাম্বুল্যান্স ভাড়া করতে না পেরে, অসুস্থ স্ত্রীকে নিয়ে টোটো চালিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতায় এলেন প্রৌঢ়। পেশায় টোটোচালক ওই ব্যক্তির নাম উপেন বন্দ্যোপাধ্যায়। বাড়ি মুর্শিদাবাদের সালারে। তার স্ত্রী শিবানী বন্দ্যোপাধ্যায় কিডনির অসুখে ভুগছেন। বিভিন্ন হাসপাতালে দেখিয়েছেন। সব জায়গায় নানা পরীক্ষার কথা বলা হয়। অর্থের অভাবে সেই পরীক্ষা করতে পারেননি। ছেলের উচ্চমাধ্যমিক পড়া বন্ধ হয়েছে স্ত্রীর অসুস্থতা ও অর্থের অভাবে।

এর মধ্যে বেশ কয়েকদিন আগে অসুস্থতা বাড়লে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম হাসপাতালে স্ত্রীকে নিয়ে যান উপেনবাবু। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়। অ্যাম্বুল্যান্স ভাড়া করার সংস্থান নেই তাই উপেন বাবু স্ত্রী ও ছেলে অনিরুদ্ধকে নিয়ে জীবনের ঝুকি নিয়ে সড়ক পথে টোটো করে কলকাতা মেডিকেলে রওনা দেন। প্রায় ষোলো ঘন্টা পর হুগলির ডানকুনিতে টোটোর ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়।সেখানে চার্জ দিতে গেলে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। ডানকুনি পুরসভার চেয়ারপার্সন হাসিনা শবনমের কাছে খবর যায়। এরপরেই তিনি একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন।রাতেই স্ত্রীকে নিয়ে কলকাতার মেডিকেল কলেজের উদ্যেশ্যে রওনা দেন উপেন বাবু। তিনি জানান অ্যাম্বুলেন্স ভাড়া চাইছিল পাঁচ ছয় হাজার টাকা। সেই টাকা ছিল না তার কাছে।

আরও পড়ুন- রাশিয়া থেকে রাসায়নিক এনে খুনের চক্রান্তের অভিযোগ অর্জুনের

এ প্রসঙ্গে ডানকুনি পুরসভার চেয়ারপার্সন হাসিনা শবনম বলেন, একজন টোটোচালক তার অসুস্থ স্ত্রীকে নিয়ে কলকাতা মেডিকেলে যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি।

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version