Saturday, January 31, 2026

PGT হয়েও প্রাইভেট প্র্যাকটিস! সাগর দত্ত মেডিক্যালের RDA-র প্রেসিডেন্টের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ WBJDA-এর

Date:

Share post:

সরকারি মেডিক্যাল কলেজের PGT হয়েও প্রাইভেট প্র্যাকটিস! WBUHS-এর গাইডলাইন (Guide Line) অমান্য করার অভিযোগ উঠল সাগরদত্ত মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক মনজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। নিজেদের স্যোশাল মিডিয়া পেজে সেই নিয়ে তথ্য দিয়ে পোস্ট করেছে জুনিয়র ডাক্তারদের সংগঠন WBJDA। এই মনজিৎ মুখোপাধ্যায়ই আবার সাগর দত্ত মেডিক্যাল কলেজে জুনিয়র মহিলা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপর হেনস্থার ঘটনায় সব হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি ওখানকার রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের (RDA) প্রেসিডেন্ট।

WBUHS-এর গাইডলাইন যেটি WBJDA-র তরফ থেকে পোস্ট করা হয়েছে, তাতে স্পষ্ট লেখা আছে, কোনো PGT(Post Graduate Trainee) প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না। অথচ WBJDA-র দাবি, কলকাতা-সহ আশপাশের অনেক বেসরকারি প্রতিষ্ঠানে প্রাইভেট করছেন ডাক্তার মনজিৎ। শুধু তাই নয়, সেই সব সংস্থার পোর্টালে কনসালটেন্সির জন্য নিজের প্রোফাইলও রেখেছেন এবং সেখান থেকে বুকিংও নিচ্ছেন।

আরও খবর: বাড়ছে বেপরোয়া বাসের দৌরাত্ম্য, মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ পরিবহন বৈঠক

এই অভিযোগের সপেক্ষে তথ্যও দিয়েছে WBJDA। তারা লিখছে,
“WBUHS এর গাইডলাইন অনুযায়ী, কোনো PGT( post graduate Trainee) প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না, তবে ডা: মুখার্জি, (বর্তমানে যিনি সাগরদত্ত মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের একজন PGT হিসেবে পাঠ্যরত) WBUHS এর গাইডলাইনের কোনো রকম তোয়াক্কা না করেই, দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করে যাচ্ছেন , বিভিন্ন নামি দামী প্রাইভেট সংস্থার পোর্টালে  কনসালটেন্সির জন্য নিজের প্রোফাইলও রেখেছেন এবং সেখান থেকে বুকিংও নিচ্ছেন।

WBJDA পক্ষ থেকে  আমরা ডা : মুখার্জির কাছে জানতে চাই উনি কোন গাইডলাইন অনুযায়ী সপ্তাহে ৭ দিন ব্যক্তিগত স্বার্থে প্রাইভেটে প্র্যাকটিস করছেন , কারণ উনি যেই সময় প্রাইভেট প্র্যাকটিস করে থাকেন সেই সময় ওনার সাগর দত্ত মেডিকেল কলেজে রুগী পরিষেবা দেয়ার কথা , যার জন্য তিনি প্রতি মাসে মোটা অংকের stipend ও পেয়ে থাকেন।

ডা: মুখার্জির মতন কিছু ব্যক্তিগণ যারা কোথায় কোথায় সবাই কে নীতি শিক্ষার পাঠ পরান , ওনার কোন নীতিতে পাবলিক ট্যাক্সের টাকায় প্রতি মাসে মোটা অংকের stipend নিয়েও সরকারি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আসা সাধারণ গরীব মানুষকে দীর্ঘ দিন ধরে চিকিৎসা পরিষেবা দেয়া থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করছেন , কেবল মাত্র নিজের ব্যক্তিগত লাভের জন্য সপ্তাহে ৭ দিন প্রাইভেট প্র্যাকটিস করার মধ্য দিয়ে।

WBJDA এর পক্ষ থেকে আমরা আপামর জনসাধারণ কাছে আর্জি রাখবো ডা : মুখার্জির মতো এরূপ স্বার্থান্বেষী মানুষজনকে চিনে রাখতে এবং ওনার বর্তমান সময় বিভিন্ন মিথ্যা তথ্য অনিব গুজব রটানোর মধ্য দিয়ে ওনার যে আসলে নিজেদের  এই স্বার্থান্বেষী কর্ম গুলোকেই ধামাচাপা দিতে এবং সকলের নজর অন্য দিকে ঘোরানোর চেষ্টা করে চলেছেন  সেটি আজ দিনের আলোর মত পরিষ্কার।

WBJDA এর পক্ষ থেকে আমরা WBUHS , স্বাস্থ্য ভবন এবং রাজ্য সরকারের কাছে আবেদন রাখবো , অফিসিয়াল গাইডলাইন তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত স্বার্থে প্রাইভেট প্র্যাকটিস করা এরূপ স্বার্থান্বেষী ডাক্তারের বিরুদ্ধে নির্দিষ্ট তদন্ত কমিটি গঠন করে যথাযত ডিসিপ্লিনারি পদক্ষেপ নেয়ার।

WBJDA এর পক্ষ থেকে আমরা সকল মিডিয়া বন্ধু দের কাছে আবেদন রাখবো এই সকল স্বার্থান্বেষী মানুষের কোনটি মুখ এবং কোনটি মুখোশ তা আলাদা করে দিতে আপামর জনসাধারণের কাছে, কারণ এই সকল গুটিকয়েক স্বার্থান্বেষী ডাক্তারের জন্যই বাংলার সাধারণ  মানুষ , যারা  কেবলমাত্র সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ওপরই নির্ভরশীল , তারা শুধু স্বাস্থ্যের মতো নিজের মৌলিক অধিকার থেকেই বঞ্চিত হচ্ছেন তাই নয় , এতে পরোক্ষভাবে লাভবান হচ্ছেন বিভিন্ন প্রাইভেট সংস্থাগুলো এবং যার দরুন অনেক গরীব মানুষ যারা বাধ্য হয়ে প্রাইভেট হাসপাতাল/ ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছেন তারা আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।“

WBJDA-র আরও অভিযোগ, এই মনজিৎ মুখোপাধ্যায়ের মতো রেসিডেন্ট ডক্টর ও জুনিয়র ডাক্তাররাই নিজেদের দোষ ধাপাচাপা দিতে কয়েকজনর বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তুলে, তাঁদের কলেজ থেকে সরাতে চান, যাতে তাঁদের কুকীর্তি ফাঁস হয়ে না যায়। একই সঙ্গে অভায়া/ তিলোত্তমার বিচারের দাবির আড়ালে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ WBJDA-র। এখন অভিযুক্তর তরফে এই বিষয়ে কী ব্যাখ্যা দেওয়া হয় সেটাই দেখার।







spot_img

Related articles

সরস্বতী পুজো বন্ধ করা মাঠেই অমিত শাহর সভা! বাংলা-বিরোধীদের ধুইয়ে দিল তৃণমূল

শাহর সভা শুরুর আগেই তার আসল চেহারা বাংলার সামনে তুলে ধরল বাংলার শাসক দল। যে অমিত শাহ ২০২১...

নজরে বিধানসভা ভোট, রাতেই বঙ্গ বিজেপির নেতাদের ক্লাস নিলেন শাহ

বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা। দিল্লি থেকে যাতায়াত শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা(Amit Shah)।  শুক্রবার রাতে ফের...

বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তে NIA, গঠিত হচ্ছে বিশেষ দলও

মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ(NIA)। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগেই ব্যাপক...

কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল অ্যাসবেস্টসের শেডও

মধ্যরাতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি(Kulpi) থানার অন্তর্গত ছামনাবনি গ্রামে। স্থানীয় তৃণমূলের...