Saturday, November 22, 2025

বিরোধীদের সমালোচনার জের! শাহর চপার তল্লাশির ‘নাটক’ কমিশনের

Date:

Share post:

বিরোধীদের চপার ঘিরে তল্লাশিতে একের পর এক কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার পর অভিযোগ ঘোঁচাতে তৎপর নির্বাচন কমিশন (Election Commission of India)। মহারাষ্ট্র নির্বাচনের প্রচার চলাকালীন এবার অমিত শাহর (Amit Shah) চপারে তল্লাশি কমিশনের। ঘটা করে তা প্রচারও করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। দাবি করলেন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায় বিজেপি, কমিশনও সেই পথেই চলে। যেন কমিশনের হয়ে সাফাই দিলেন কেন্দ্রের মন্ত্রী।

শুক্রবার মহারাষ্ট্রের হিঙ্গোলিতে (Hingoli) নির্বাচনী প্রচারে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে প্রচারে পৌঁছানোর পরে কমিশনের আধিকারিকরা তাঁর চপারে তল্লাশি চালায়। এরপরই শাহ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “বিজেপি স্বচ্ছ নির্বাচনে ও সুস্থ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করে এবং নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সব নিয়ম পালন করে চলে।”

মহারাষ্ট্রের নির্বাচনী প্রচার চলাকালীন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thakeray) চপারে তল্লাশি চালানো হয়। এরপরই সরব হয় বিরোধীরা। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, যেভাবে বিরোধীদের চপারে তল্লাশি চালানো হচ্ছে সেভাবে কী অমিত শাহ বা নরেন্দ্র মোদির চপারেও তল্লাশি হবে? এরপরই মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশের (Devendra Fadnavis) চপারে তল্লাশি হয়। যদিও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে (MAllikarjun Kharge), মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা পাটোলের (Nana Patole) উপরও তল্লাশি চালানো হয় শেষ পাঁচদিনে। এরপরই শুক্রবার তল্লাশি শাহর চপারে।

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...