Thursday, November 13, 2025

সেনাবাহিনীর হানা, ভেঙে দেওয়া হল মোহনবাগান ক্লাবের মার্চেন্ডাইজ শপ

Date:

ভেঙে দেওয়া হল মোহনবাগান ক্লাবের মার্চেন্ডাইজ শপ।
গতবুধবারই সাংবাদিক সম্মেলন করে এই মার্চেন্ডাইজ শপের কথা ঘোষণা করেছিলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও অনুমতি না থাকায় ভেঙে দেওয়া হল এই দোকান। এর আগেও ময়দানের বড় ক্লাবগুলি এমন সমস্যায় পড়েছে। নতুন করা কনস্ট্রাকশন ভেঙে দিয়েছে সেনাবাহিনী। এ ক্ষেত্রেও তেমনতাই দেখা গেল।

এদিন গুরু নানকের জন্মদিনের জন্য শুক্রবার ক্লাব বন্ধ ছিল। ফলে এই ঘটনা ক্লাবের কেউই জানতেন না । জানা যাচ্ছে, মার্চেন্ডাইজ শপ এদিন ভেঙে দিয়েছেন সেনাকর্মীরা। শুধু তাই নয়, ক্লাবের আশেপাশের বেশ কিছু ফ্লেক্স এবং ব্যানারও সরানো হয়েছে।

গতবুধবার থেকেই ময়দানের ক্লাব তাঁবুতে চালু হয়েছিল মোহনবাগানের প্রতীক দেওয়া স্মারক, টি-শার্ট, জলের বোতল, কাপ, ছ্যতা-সহ বিভিন্ন স্মারক বিক্রি। প্রত্যেক দিন বিকেল চারটে থেকে সন্ধে সাড়ে ছ’টা পর্যন্ত খোলা থাকার কথা ছিল এই দোকান। মোহনবাগান সচিব নিজে সেই মার্চেন্ডাইজ শপ ঘুরে দেখেছেন। উদ্দেশ্য মোহনবাগানের স্মারক যাতে আগত দর্শনার্থী, সদস্য-সমর্থকরা সংগ্রহে রাখতে পারেন । ভবিষ্যতে মার্চেন্ডাইজের তালিকায় আরও অনেক কিছু যোগ হবে বলেও জানিয়েছিলেন মোহনবাগান সচিব। তবে সেনাবাহিনীর এই পদক্ষেপের পর মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার।

বুধবার কার্যকরী কমিটির বৈঠকে ক্লাবের অফিসিয়াল মার্চেন্ডাইজের উন্মোচন করা হয়। এই নিয়ে সচিব দেবাশিস দত্ত বলেছিলেন, ‘‘ বিকেল চারটে থেকে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত ক্লাবের আউটলেট থেকে জিনিসপত্র কেনা যাবে। এরপর আমরা উত্তর ও দক্ষিণ কলকাতায় আউটলেট করার কথা ভাবছি।”

আরও পড়ুন- ফের বিতর্কে টাইসন, রিং-এ নামার আগেই প্রতিপক্ষকে চড় কিংবদন্তি বক্সারের

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version