Wednesday, August 27, 2025

ফের বিতর্কে টাইসন, রিং-এ নামার আগেই প্রতিপক্ষকে চড় কিংবদন্তি বক্সারের

Date:

টাইসন আছেন টাইসনেই। ৫৮ বছর বয়সে ফের বক্সিং রিং-এ ফিরছেন মাইক টাইসন । আর রিং-এ ফিরেই ফের বিতর্কে তারকা বক্সার। ম্যাচের আগেই প্রতিপক্ষকে চড় মেরে বসলেন কিংবদন্তি বক্সার।

ফের বক্সিং-এ নামছেন মাইক টাইসন। প্রতিপক্ষ ২৭ বছর বয়সী জেক পল। আর সেই ম্যাচের আগেই প্রতিপক্ষকে চড় মেরে বসলেন কিংবদন্তি বক্সার। তবে এবারই প্রথম নয়, এর আগেও প্রতিপক্ষের কানে কামড় দিয়েছিলেন টাইসন। তবে এবার তা করেননি তিনি। শুধু চড় মেরেই খান্ত থেকেছেন টাইসন।

শনিবার ভারতীয় সময় অনুযায়ী ভোরে এই লড়াই হওয়ার কথা। নেটফ্লিক্সে দেখানো হবে এই ম্যাচ। তার আগে শুক্রবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই ঘটে এই ঘটনা। এক মহিলা সাংবাদিক টাইসনকে জিজ্ঞাসা করেন, ‘তিনি হেরে গেলে কী হবে?’ এই প্রশ্ন করতেই সাংবাদিকের দিকে পাল্টা বক্তব্য করে তাকান ৫৮ বছরের বক্সার। তার পরেই হঠাৎ পলকে চড় মেরে বসেন টাইসন। তার পরেই তিনি উত্তরে বলেন, ‘কথা শেষ।’ চড় খাওয়ার পরেও দমেননি পল। টাইসনকে তাতাতে থাকেন তিনি। তবে মঞ্চে থাকা নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ফেলায় আর বিপত্তি হয়নি।

আগেও বিতর্ক হয়েছে টাইসনকে নিয়ে। ১৯৯৭ সালে একটি ম্যাচ চলাকালীন প্রতিদ্বন্দ্বী ইভান্ডার হোলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন টাইসন। ফলে তাঁকে সেই ম্যাচ থেকে বাতিল করে দেওয়া হয়। রিংয়ে আক্রমণাত্মক খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনে বার বার বিতর্কে জড়িয়েছেন টাইসন।

১৯৯২ সালে ধর্ষণে দোষী প্রমাণিত হওয়ায় ছ’বছরের জেল হয়েছিল টাইসনের। জেল থেকে ফিরে আবার বক্সিং শুরু করেন টাইসন। ২০০৫ সালে অবসর নিয়েছিলেন তিনি। তবে বিতর্ক থেকে দূরে থাকতে পারেননি। ২০২২ সালে বিমানের মধ্যে এক সহযাত্রীকে মেরেছিলেন। এ বার তালিকায় এবার যুক্ত হল প্রতিপক্ষকে চড় মারাও।

আরও পড়ুন- কেন লখনউ ছাড়ছেন রাহুল? সামনে এল আসল কারণ

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version