পাঁচদিনের তিন-দেশ সফরে মোদি, যোগ দেবেন জি-টোয়েন্টি সম্মেলনেও

জি-টোয়েন্টি সম্মেলনে উপস্থিত থাকবেন জো বাইডেন (Joe Biden)। সেই সঙ্গে ব্রাজিলে সম্মেলনে যোগ দেবেন চিনের রাষ্ট্রপতি জিনপিং-ও (Xi Zinping)

জি-টোয়েন্টি সম্মেলনে (G-20 Summit 2024) যোগ সহ আরও দুই দেশের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার প্রথমে নাইজেরিয়া (Nigeria) সফর দিয়ে তাঁর বিদেশ সফর শুরু হবে। ব্রাজিলে (Brazil) যোগ দেবেন জি টোয়েন্টি সম্মেলনে। সব শেষে তিনি যাবেন গিয়ানায় (Guyana)।

শনিবার পশ্চিম আফ্রিকার (Africa) নাইজেরিয়ার (Nijeria) উদ্দেশ্যে পাড়ি দেন নরেন্দ্র মোদি। দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করতে রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবুর (Bola Ahmed Tinubu) আমন্ত্রণে নাইজেরিয়া যাচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী মনমোহন সিংয়ের নাইজেরিয়া সফরের ১৭ বছর পরে ভারতের প্রধানমন্ত্রীর নাইজেরিয়া সফর। নাইজেরিয়ার রপ্তানির (export) পরিসংখ্যান হিসাবে দ্বিতীয় দেশ ভারত। অন্যদিকে ভারত থেকে দ্রব্য রপ্তানি করার ভিত্তিতে চতুর্থ দেশ নাইজেরিয়া। দুদেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে এই সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা।

১৮ নভেম্বর থেকে ব্রাজিলে জি-টোয়েন্টি সম্মেলন (G-20 Summit 2024)। নাইজেরিয়া থেকেই ব্রাজিল যাবেন প্রধানমন্ত্রী। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হলেও এখনও রাষ্ট্রপতি পদে বসেননি ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি সেই প্রক্রিয়া হবে। ফলে এবারের জি-টোয়েন্টি সম্মেলনে উপস্থিত থাকবেন জো বাইডেন (Joe Biden)। সেই সঙ্গে ব্রাজিলে সম্মেলনে যোগ দেবেন চিনের রাষ্ট্রপতি জিনপিং-ও (Xi Zinping)। ব্রাজিল থেকে দুদিনের গিয়ানা সফরেও যাবেন ভারতের প্রধানমন্ত্রী।