দ্রুত নামছে পারদ, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে শীতের আমেজ

হু হু করে নামছে পারদ। বাঁকুড়া, পুরুলিয়ায় পুরোপুরি শীতের আমেজ। রাতের কলকাতায় (Kolkata Temperature) সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরেও নামছে পারদ। হাওয়া অফিস (Alipore Weather Department) বলছে উইকেন্ডে গোটা রাজ্যজুড়েই পুরোপুরি শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। আগামী ৪৮ ঘণ্টায় আরও পারদ পতনের সম্ভাবনা।

শনিবারে সকালে জেলায় জেলায় কুয়াশার দাপট। দৃশ্যমানতা কমার আশঙ্কা বাড়ছে। যদিও বেলা বাড়লে কিছুটা হলেও গরম অনুভূত হতে পারে। পুরোপুরি মেঘ মুক্ত আকাশে ঠান্ডা দাপট বাড়বে। যদিও শীতের অফিশিয়াল আগমন ডিসেম্বরের আগে হবে না বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করেছে। রাত এবং ভোরের দিকে শীত শীত ভাব অনুভূত হচ্ছে।

এক নজরে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা-

কলকাতা – ১৯ ডিগ্রি
শ্রীনিকেতন – à§§à§«.৪ ডিগ্রি
আসানসোল – à§§à§­.৬ ডিগ্রি
পুরুলিয়া – ১৪.à§§ ডিগ্রি
ঝাড়গ্রাম – ১৬ ডিগ্রি
বাঁকুড়া – à§§à§® ডিগ্রি
দার্জিলিং – ৬.à§® ডিগ্রি
কালিম্পং – ১৪.à§« ডিগ্রি
কোচবিহার – ১৬.৬ ডিগ্রি
আলিপুরদুয়ার – à§§à§­.à§­ ডিগ্রি
জলপাইগুড়ি – à§§à§­.৯ ডিগ্রি