Monday, August 25, 2025

জুনিয়র ডাক্তারদের কাজের লাইভ স্ট্রিমিং করার দাবি সাংসদ কল্যাণের

Date:

আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors) বারবার সরকারের সঙ্গে মিটিং-এর লাইভ স্ট্রিমিং (Live Streaming)করার দাবি জানিয়ে বারবার বৈঠক ভেস্তে দিয়েছেন। দিনের পর দিন কাজ না করে কখনও প্রতিবাদ আবার কখনও অনশনের নামে নিজেদের দায়িত্ব থেকে দূরে সরে থেকেছেন। এবার পাল্টা তাঁদের চাপে ফেলে জুনিয়র ডাক্তারদের যাবতীয় কর্মকাণ্ডের লাইভ স্ট্রিমিং করার দাবি করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Srirampore MP Kalyan Banerjee)। উত্তরপাড়ায় এক অনুষ্ঠানে সাংসদ বলেন, আমি সরকারের কাছে আবেদন করব হাসপাতালে সব লাইভ স্ট্রিমিং করুন৷ কোন ডাক্তার কী কাজ করছে না করছে, কীভাবে রোগীদের চিকিৎসা করছে সব যেন আমরা দেখতে পাই। এমনকী রোগীর পরিবারও যেন যাবতীয় চিকিৎসা ব্যবস্থা দেখতে পায় বলে দাবি করেছেন তিনি।

কর্মবিরতির নামে জুনিয়র ডাক্তারদের প্রাইভেট প্রাকটিসের ছবিটা সকলের সামনে স্পষ্ট হয়ে গেছে। এই আবহে সাংসদের তোপ, সরকারি হাসপাতালে কাজ না করে রোগীদের নার্সিংহোমে যেতে বাধ্য করা হবু ডাক্তাররা ভেবেছিলেন দিনকয়েক এইসব করে নবান্ন দখল করবেন। তাই হঠাৎ করে বিরোধীদের উস্কানিতে ‘বিপ্লব’ শুরু। কল্যাণ আরও বলেন যে, পশ্চিমবাংলায় আর অন্য কোনও রাজনৈতিক দল নেই। সিপিএম নেই, বিজেপির হাল খারাপ। এই সময় গান গেয়ে বা নাটক করে কিছু মানুষের খবরে ভেসে থাকার চেষ্টা। তাঁর কথায় ২০২৬-এ বিজেপি থেকে আর কোনও বিরোধী দলনেতা হবে না। ৩০টাও সিট পাবে না।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version