Thursday, December 18, 2025

রেশনের বকেয়া দিন, কেন্দ্রকে কড়া চিঠি রাজ্যের

Date:

Share post:

রেশন বাবদ রাজ্যের বকেয়া আটকে রেখেছে কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে। কি কারণে এই বিপুল পরিমাণ টাকা বকেয়া রাখা হয়েছে তারও নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি বলে অভিযোগ। এবার এই খাতে রাজ্যের বকেয়া ১২ হাজার ৭১৪ কোটি টাকা চেয়ে ফের কেন্দ্রের খাদ্য মন্ত্রককে চিঠি দিল রাজ্য সরকার।

রেশন গ্রাহকদের চাল দেওয়ার জন্য মূলত এই টাকা বকেয়া রয়েছে বলেই জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা রাজ্যের প্রায় ৬ কোটি রেশন গ্রাহককে যে চাল-গম সরবরাহ করা হয়, তার খরচ বহন করে কেন্দ্র। গম সরবরাহ করে কেন্দ্রীয় সরকারি সংস্থা এফসিআই (FCI)। কিন্তু চালের জন্য যে খরচ হয়, তা প্রাথমিকভাবে রাজ্য সরকারকে বহন করতে হয়। রাজ্য সরকার চাষিদের থেকে ধান কিনে তা থেকে চাল উৎপাদন করে এবং এই খরচ দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের। কিন্তু ২০২৩-২৪ আর্থিক বছর থেকে কেন্দ্র এই খাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে ফলে বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়ে গিয়েছে। এই নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্য ও কেন্দ্রের মধ্যে চলছে টানাপোড়েন। একাধিকবার কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা সত্ত্বেও বকেয়া টাকা দেওয়ার ব্যাপারে টু শব্দ করেনি কেন্দ্র।

বকেয়া টাকা ফেরত দেওয়ার আর্জি জানিয়ে রাজ্যের খাদ্য দফতরের বিশেষ সচিব কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা মন্ত্রকের গণবন্টন বিভাগের যুগ্ম অধিকর্তা জয় পাটিলকে চিঠি পাঠিয়েছেন। রেশন ব্যবস্থা সুষ্ঠুভাবে চালানোর জন্য ওই টাকা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। যাবতীয় প্রোটোকল মানার পরেও কোনও সদুত্তর মেলেনি। আদৌ কেন্দ্র টাকা দেবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

spot_img

Related articles

মাঝআকাশে টায়ার ফেটে কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

বৃহস্পতিবার মাঝআকাশে ফাটল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের টায়ার। যান্ত্রিক ত্রুটির কবলেও পড়ে বিমানটি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই পাইলট...

মুস্তাফিজুরের পুরো মরশুম খেলা নিয়ে প্রশ্ন, পাথিরানাকে নেওয়াও ঝুঁকিপূ্র্ণ সিদ্ধান্ত!

মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামে নেমেছিল কেকেআর(KKR)। ফলে মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে দেদার হাতে খরচ করেছেন...

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন...

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...