Friday, November 7, 2025

পদের লোভ! রাতারাতি আপ ছেড়ে বিজেপিতে যোগ দিল্লির মন্ত্রীর

Date:

রবিবার ঘটা করে দল ছেড়েছিলেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাশ গেহলট (Kailash Gahlot)। তখনই আপের (AAP) পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছিল গেহলট যোগ দিতে পারেন বিজেপিতে। সোমবার সেই আশঙ্কাই সত্যি হল। ঘটা করে বিজেপিতে যোগ প্রাক্তন আপ মন্ত্রীর। আপের দাবি, বিজেপির ওয়াশিং মেশিন (BJP washing machine) থিয়োরি জারি হয়েছে দিল্লি নির্বাচনের আগে। যদিও রাজনীতিকদের দাবি, দফতর হাতছাড়া হওয়া কৈলাশের বিজেপি যোগের বড় কারণ।

কেজরিওয়াল সরকারের স্বরাষ্ট্র ও আইন দফতরের মন্ত্রী ছিলেন কৈলাশ গেহলট। পাশাপাশি পরিবহন, তথ্য প্রযুক্তি দফতরও সামলেছেন তিনি। কেজরিওয়াল ও মনীশ শিশোদিয়া (Manish Sisodia) জেলে যাওয়ার পরে মনীশ শিশোদিয়ার দফতরগুলি ভাগ করে দেওয়া হয় বর্তমান মুখ্যমন্ত্রী অতিশি (Atishi) ও সৌরভ ভরদ্বাজের (Saurabh Bhardwaj) মধ্যে। পরবর্তীকালে আইন দফতরও দেওয়া হয় অতিশি মারেলনাকে (Atishi)। এরপরই আপের সঙ্গে গেহলটের দূরত্ব বাড়তে শুরু হয় বলে আশঙ্কা রাজনীতিকদের, যা প্রকাশ্যে আসে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের ইস্যুতে। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার (LG V K Saxena) মধ্যস্থতায় শেষ পর্যন্ত পতাকা তোলেন গেহলট।

রবিবার ইস্তফাপত্রে গেহলট উল্লেখ করেছেন আপের ভ্রান্ত নীতি তাঁকে দল ছাড়তে বাধ্য করেছে। এই বিবৃতির পরে অবশ্য আপের (AAP) পক্ষ থেকে সঞ্জয় সিং দাবি করেছেন বিজেপির শেখানো বুলি আওড়েছেন গেহলট। তাঁর দাবি, কেন্দ্রীয় এজেন্সি গেহলটের পিছনে লাগিয়ে দিয়ে ভয় দেখানোর রাজনীতি জারি রেখেছে বিজেপি। তার জেরেই দিল্লি নির্বাচনের আগে দলত্যাগ গেহলটের, দাবি সঞ্জয়ের।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version