Friday, November 28, 2025

আজ ভারতের সামনে মালয়েশিয়া, জয়ই লক্ষ্য টিম ইন্ডিয়ার

Date:

Share post:

আজ নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ মালয়েশিয়া। সোমবার মালয়েশিয়াকে হারিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন মানোলো মার্কুয়েজ! এক— ভারতের কোচ হিসাবে প্রথম জয়। দুই— আগামী বছরের মার্চে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা।

ইগর স্টিমাচের বিদায়ের পর মানোলোর অধীনে তিনটি ম্যাচ খেলেও জয় অধরা ভারতের। সোমবারের ম্যাচটা চলতি বছরে গুরপ্রীত সিংদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। রবিবার মিডিয়ার মুখোমুখি হয়ে মানোলো বলেন, ‘‘এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে নিজেদের পরখ করে নেওয়ার এটাই শেষ সুযোগ। অনেকদিন হয়ে গেল আমরা কোনও ম্যাচ জিতিনি। তাই যে কোনও মূল্যে মালয়েশিয়া ম্যাচটা জিততে চাই। ফুটবলাররা প্রতিটি ট্রেনিং সেশনেই উন্নতি করছে। এবার সেটা ওদের মাঠে প্রমাণ করতে হবে।’’

মানোলো আরও যোগ করেছেন, ‘‘ফুটবল হল আক্রমণ, রক্ষণ সেটপিস এবং জায়গা বদলের খেলা। আমাদের এই প্রতিটি বিভাগেই উন্নতি করতে হবে। অনেকেই বলেছেন, শেষ ম্যাচে ভিয়েতনামের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে আমরা খুব ভাল ফুটবল খেলেছিলাম। কিন্তু তা সত্ত্বেও ফুটবলাররা এমন কিছু ভুল করেছিল যে, আমরা ম্যাচটা হেরেও যেতে পারতাম। এই বিষয়ে আমাদের আরও পরিশ্রম করতে হবে। কারণ মাঠে নেমে যে দল কম ভুল করবে, তারাই ম্যাচ জিতবে।’’ প্রতিপক্ষ শিবির সম্পর্ক মানোলোর বক্তব্য, ‘‘মালয়েশিয়া শক্তিশালী দল। তবে ওদের খেলার ধরন আমাদের জানা। যদিও কালকের ম্যাচটা আমাদের জন্য খুব কঠিন হতে চেলেছে।’’

মালয়েশিয়ার স্প্যানিশ কোচ পাউ মার্তি আবার সাংবাদিক বৈঠকে এসে বলে গেলেন, ‘‘মানোলো অত্যন্ত অভিজ্ঞ কোচ। আমরা একই শহর (বার্সেলোনা) থেকে উঠে এসেছি। স্প্যানিশ ক্লাব ফুটবলে লা লিগা থেকে চতুর্থ ডিভিশন পর্যন্ত সবস্তরেই কোচিং করিয়েছেন মানোলো। আমাদের মতো কোচদের কাছে উনি অনুপ্রেরণা।’’ এদিকে, চোটের জন্য মালয়েশিয়া ম্যাচ থেকে ছিটকে গেলেন দুই ভারতীয় ডিফেন্ডার আশিস রাই ও আকাশ সাঙ্গোয়ান। এই দুই ফুটবলারের জায়গায় স্কোয়াডে ঢুকেছেন জয় গুপ্তা।

আরও পড়ুন-টিম ইন্ডিয়াকে একের পর এক খোঁচা অস্ট্রেলিয়ার, এবার নিশানায় বিরাট

spot_img

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...