Thursday, August 28, 2025

স্নাতক স্তরে ফের আমূল বদলের পথে ইউজিসি! তীব্র নিন্দা ওয়েবকুপার

Date:

স্নাতক স্তরের ক্ষেত্রে ফের বদল আনছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। চার বছরের স্নাতক স্তরকে কমিয়ে ফের তিন বছরে আনার পরিকল্পনা তাদের। আগামী বছর থেকেই এই শিক্ষানীতি চালু করতে চলেছে কেন্দ্র। বারবার কেন্দ্রের এই পরিবর্তনে কার্যত হিমশিম খেতে হচ্ছে রাজ্যগুলিকে। বিশেষ করে এর প্রভাব পড়ছে পড়ুয়াদের উপর।

কয়েক বছর অন্তর অন্তর নিয়ম বদলানোর ক্ষেত্রে অধ্যাপকদের পাশাপাশি পড়ুয়ারাও দিশাহীন হয়ে পড়ছে। এই গোটা বিষয়টা নিন্দা করেছে ওয়েবকুপা। বছরের কোর্স কোনও পড়ুয়া যদি তিন বছরে তা সম্পূর্ণ করতে পারে তাহলে তাকে ডিগ্রি দিয়ে দেওয়া হবে। এমন নিয়মই আনতে চলেছে কেন্দ্র। চার বছরের কোর্স তিন বছরে আর তিন বছরের কোর্স আড়াই বছরে শেষ হলে আদতে লাভ হবে পড়ুয়াদেরই, দাবি কেন্দ্রের।কিন্তু নতুন পদ্ধতির কথা শুনে ধন্দে রাজ্য। এই প্রসঙ্গে ওয়েবকুপার সহ-সভাপতি সুমন বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের যথাযথ সেইরকম পরিকাঠামো নেই যেমনটা কেন্দ্র চাইছে। বারবার তাদের এই পদ্ধতি বদলানোয় শিক্ষক এবং পড়ুয়াদের ক্ষতি হচ্ছে। নতুন সিস্টেমে এসে পড়াশোনা যতটাও শুরু হয়েছিল সেটাও শেষ করে দিচ্ছে কেন্দ্র। বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ১৪৫ টি কলেজ রয়েছে সেখানে বছরে দুবার পরীক্ষার ফল বের করতে গিয়ে হিমশিম অবস্থা হচ্ছে। এছাড়াও চার বছরের কোর্স হলে সে ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি কলেজে ঢুকে যাচ্ছে। এর ফলে পঠন-পাঠনে প্রভাব পড়ছে। এরা পুরো শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে।

আরও পড়ুন- রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ে পুনরায় উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version