Wednesday, December 17, 2025

মোমবাতি মিছিল শেষে ‘ঘুমকাতুরে’ বাঙালিকে কটাক্ষ, কমেডিয়ানের মন্তব্যে নেটপাড়ায় নিন্দার ঝড়

Date:

Share post:

রিয়ালিটি শোয়ের মঞ্চে প্রতিযোগিদের নানা মুহূর্ত খুব দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়। গান, নাচ কিংবা কমেডি অনুষ্ঠানে অনেকেই এমন মন্তব্য করে থাকেন যা নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। সম্প্রতি এক বাঙালি মহিলা প্রতিযোগী (Bengali Contestant) ইন্ডিয়াস গট ট্যালেন্ট (India’s Got Talent) শোতে মজার ছলে বারবার বেফাঁস মন্তব্য করে কখনও বাঙালি জাতি, আবার কখনও বিশেষ ব্যক্তিত্বকে টেনে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন। বিশেষ করে আর জি কর (RG Kar Medical College and Hospital case) প্রসঙ্গের নাম উল্লেখ না করে যেভাবে তার তির্যক ব্যাখ্যায় বাঙালির চারিত্রিক বৈশিষ্ট্যকে অপমান করেছেন তিনি তাতে ফুঁসছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে এক বাঙালি মহিলা প্রতিযোগিতার মাঝে বাঙালিয়ানার নানা বৈশিষ্ট্যকে তুলে ধরতে গিয়ে বলেন, ‘সমস্যা হল বাঙালি হয়ে বিহারে বড় হওয়ার দরুন দেখেছি কোনও সমস্যা হলেই বাঙালিরা ঘুমিয়ে পড়ে আর বিহারীরা জেগে ওঠে। এখানে কোনও বাঙালি আছে? ঘুমাচ্ছে। না, এমন নয় মোমবাতি মিছিল করে ক্লান্ত হয়ে গিয়েছে হয়তো!’ ব্যাস এইটুকুতেই বোঝা গেছে যে তিনি আরজিকরের প্রতিবাদকে কটাক্ষ করেছেন। রেগে লাল নেটপাড়া। এখানেই শেষ নয়, দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) অবসাদে চলে যাওয়া নিয়েও ব্যঙ্গ করেছেন।অভিনেত্রীর সদ্য মা হওয়ার প্রসঙ্গে টেনে বলছেন, ‘এবার উনি বুঝতে পারছেন আসলে ডিপ্রেশন কেমন হয়?’ এরপর ফের তিনি বলেন, ‘আমি ব্রেকআপ ঘটিত ডিপ্রেশনের কথা বলছি না। সেটাকে ইনসাল্ট করছি না। নাকি সেটাই করছি?’ এটা বলার পর আবার সকলে হেসে ওঠেন। এই তালিকায় শোতে উপস্থিত দর্শক থেকে বিচারক প্রত্যেকে ছিলেন। এরপরই সমালোচনার ঝড় সর্বত্র। এই ধরনের অসংবেদনশীল কথাবার্তা মোটেই ভাল চোখে দেখছেন না সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এক ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘এরা হচ্ছে সেই ধরনের মানুষ যারা তাদের অন্য জাতের শাশুড়ির সামনে ভালো সাজার জন্য নিজের মাকে নিয়ে মজা করে। তারপর গিয়ে সব দিক থেকেই কথা শোনে।’ সবমিলিয়ে বাঙালি প্রতিযোগীর বক্তব্য ঘিরে রীতিমতো হইচই পড়ে গেছে।

spot_img

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...