Monday, August 25, 2025

কৃত্রিম বৃষ্টিই প্রয়োজন, কেন্দ্রের কাছে অনুমতি চাইল দিল্লির সরকার

Date:

দূষণের গোলকধাঁধায় জেরবার রাজধানী দিল্লি (Delhi)। আদালতের কড়া কড়া বার্তা, দিল্লির সরকারের পাশাপাশি কেন্দ্রের তৎপরতার চেষ্টা সত্ত্বেও নিয়ন্ত্রণের বাইরে দূষণ। এবার কৃত্রিম বৃষ্টিপাতের (artificial rain) পরিকল্পনা করে অনুমতির জন্য কেন্দ্রকে চিঠি দিল দিল্লির আপ সরকার (AAP Government)। সেই সঙ্গে কেন্দ্রের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে (Bhupendra Yadav) জরুরি ভিত্তিতে বৈঠক ডাকারও আবেদন জানালেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Gopal Rai)।

দিল্লিতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দূষণ কমাতে অ্যান্টি-স্মগ মিস্ট (anti-smog msit) ব্যবহার করা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা (LG V K Saxena) ইতিমধ্যেই জানিয়েছেন সেই পদ্ধতি যথেষ্ট কার্যকর ভূমিকা নিয়েছে সেই সব এলাকায়। সেই পদ্ধতি আরও বিভিন্ন জায়গায় ব্যবহার করারও বার্তা দিয়েছিল দিল্লির সরকার। কিন্তু খুব দ্রুত খারাপ হচ্ছে দিল্লির বায়ুদূষণের পরিস্থিতি। ফলে এই মুহূর্তে কৃত্রিম বৃষ্টি এই মুহূর্তের সবথেকে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বলে দাবি দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাইয়ের (Gopal Rai)। তিনি আরও দাবি করেন, সেপ্টেম্বর থেকে কেন্দ্রের সরকারকে দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপের বার্তা দিয়েছিল দিল্লির সরকার। সেই সময় থেকে তাঁরা নীরব থেকেছেন। কিন্তু এখন আর চুপ করে থাকার সময় নেই।

অ্যান্টি-স্মগ মিস্ট (anti-smog mist) প্রয়োগে সাফল্য পেয়ে এবার কৃত্রিম বৃষ্টির পথে দিল্লির প্রশাসন। কৃত্রিম মেঘ (cloud seeding) তৈরি করে এই কৃত্রিম বৃষ্টি আনা সম্ভব বলে জানানো হয়েছে দিল্লির তরফে। এর ফলে দূষিত বায়ু ধুয়ে গিয়ে পরিবেশ শুদ্ধ হবে। তাতে বায়ু দূষণের মাত্রাও কমবে বলে দাবি পরিবেশ মন্ত্রকের। মরুশহর দুবাইতে গত এক দশক ধরে কৃত্রিম মেঘ তৈরি করে এভাবেই কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হয়েছে। যদিও সেখানে এত দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া চালানোর কারণে বন্যাও হয়েছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version