Thursday, November 6, 2025

আজ শেষ টুর্নামেন্ট খেলতে নামছেন রাফায়েল নাদাল। ডেভিস কাপের ম্যাচে নামছেন তিনি। এই প্রতিযোগিতার হাত ধরে টেনিসকে বিদায় জানাতে চলেছেন নাদাল। মঙ্গলবার ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নেদারল্যান্ডস-স্পেন। ডেভিস কাপ খেলেই টেনিসকে চিরদিনের মতো বিদায় জানাতে চলেছেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মহাতারকা। আর বন্ধু বিদায়ের আগে আবেগে ভাসলেন আরেক টেনিস তারকা রজার ফেডেরার। যিনি আন্তর্জাতিক বহু টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বী ।

এদিন নাদালের উদ্দেশে ফেডেরার লেখেন, “ এবার তোমার টেনিসের পড়াশোনা শেষ হতে চলল। আবেগপ্রবণ হয়ে যাওয়ার আগে কয়েকটা কথা সেরে রাখি। শুরুটা করা যাক, দুজনের লড়াই থেকেই। তুমি আমাকে প্রচুর ম্যাচে হারিয়েছ। আমিও তোমায় অত হারাতে পারিনি। যেভাবে তুমি আমাকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছ, তার আশেপাশে কেউ ছিল না। বিশেষ করে, ক্লে কোর্টে খেলতে নামলে মনে হত, তোমার ডেরায় ঢুকলাম। তোমার জন্য আমাকে খেলা নিয়ে ভাবনাচিন্তা বদলাতে হয়েছে। এমনকী ভাবতাম, যদি র‍্যাকেটটা আরও বড় করে তোমার বিরুদ্ধে জেতা যায়। তবে তুমি নিশ্চয়ই জানো, তোমার জন্যই আমি টেনিসকে সব থেকে বেশি উপভোগ করেছি। ” এরপর ফেডেরার আরও সংযোজন, “ তোমার সম্বন্ধে আগেই অনেক কথা শুনেছিলাম। মায়োরকায় নাকি কোনও এক বিস্ময় প্রতিভা উঠে আসছে। বুঝলাম, সেসব নেহাত কথার কথা ছিল না। দুজনের যাত্রা শুরু হয়েছিল এভাবে। আর আজ বছর কুড়ি পর বলতে বাধ্য হচ্ছি, তুমি স্পেনকে গর্বিত করেছ। টেনিসের দুনিয়াকে গর্বিত করেছ।“

ফেডেরার আরও বলেন, “ আমার শেষ ম্যাচে পাশে ছিলে তুমি। শত্রু নয়, প্রতিদ্বন্দ্বী নয়, আমার ডবলসের সঙ্গী হিসেবে। একসঙ্গে কোর্ট ভাগ করেছি, একসঙ্গে কেঁদেছি। আমার জীবনের সেরা স্মৃতিগুলোর একটা হয়ে থাকবে ওইদিনটা। জানি, এখন তুমি কেরিয়ারের শেষ মুহূর্তের প্রস্তুতিতে। সেসব মিটে যাক, তারপর অনেক কথা হবে। এখন শুধু তোমার পরিবারকে শুভেচ্ছা জানাতে চাই। যাদের জন্য তুমি সাফল্য পেয়েছ। আপাতত জানিয়ে রাখতে চাই, পুরনো বন্ধুরা আজও তোমাকে উৎসাহ দিয়ে যাবে। আজীবন তোমার জন্য সেটাই করে যাবে। সে তুমি ভবিষ্যতে যাই করো না, আমি পাশেই আছি।“

আরও পড়ুন- রোহিতের প্রথম টেস্টে না খেলা নিয়ে মুখ খুললেন অজি এই ক্রিকেটার


Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version