Thursday, January 22, 2026

ভোটের আগের দিন টাকা বিলি বিজেপি বিধায়কের! হাতেনাতে ধরা মহারাষ্ট্রে

Date:

Share post:

মহারাষ্ট্রে নির্বাচনের আগের দিন বিজেপির টাকা বিলি খোলাখুলি সামনে চলে এলো। খামে ভরে টাকা দেওয়ার সময় বিজেপি বিধায়ক তথা বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে (Vinod Tawde) হাতে নাতে ধরে ফেলেন বহুজন বিকাশ অগাড়ির (BVA) কর্মীরা। কার্যত পুলিশ গিয়ে বিক্ষোভের মধ্যে থেকে উদ্ধার করে বাঁচায় কোনওক্রমে। ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে কংগ্রেস।

বুধবার একদফার নির্বাচন মহারাষ্ট্রে। তার আগে নালাসোপারা (Nalasopara) এলাকার একটি হোটেলে টাকা বিলি করছিলেন বিজেপি নেতা বিনোদ তাওড়ে (Vinod Tawde), অভিযোগ বিরোধীদের। সেই খবর পেয়ে হোটেলে ঢুকে খাম সহ বিনোদকে ধরে ফেলেন বিভিএ (BVA) নেতা কর্মীরা। এনডিএ জোটের এক সময়ের বিরোধী বিভিএ I.N.D.I.A. জোট থেকেও বেরিয়ে গিয়েছে। কিন্তু বিজেপি বিরোধী পন্থা থেকে সরে আসেননি ভিরারের বিভিএ বিধায়ক হিতেন্দ্র ঠাকুর। তাঁরই বিধানসভা এলাকায় বহিরাগত নেতার টাকা বিলিকে নিয়ে সরব হয় বিভিএ।

 

এর আগে লোকসভা থেকে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিতে বারবার বিজেপি নেতা, কর্মীদের বাড়ি-গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা নতুন নয়। নির্বাচনে টাকার ছড়াছড়ি বন্ধ করতে নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর ঘটা করে বিরোধীদের বড় বড় নেতামন্ত্রীদের গাড়ি চপারে তল্লাশি চালিয়ে তৎপরতা দেখিয়েছে নির্বাচন কমিশন। অথচ বিনোদ তাওড়ের মতো নেতারা আনাচে কানাচে বিলি করছেন টাকা। ভিরার কেন্দ্রে এবার জোর লড়াই কংগ্রেসের সন্দীপ পাণ্ডের সঙ্গে বিজেপির রজন নায়েকের। বিজেপি নেতার টাকা বিলির ভিডিও সাংবাদিক বৈঠকে দেখিয়ে কমিশনে অভিযোগ দায়েরের পাশাপাশি বিজেপির মুখোশ খোলেন কংগ্রেসে নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে।

যদিও ধরা পড়ে যাওয়ার পরে সাফাই বিনোদ তাওড়ের, তিনি এলাকার কর্মীদের ইভিএমের কার্যপ্রণালী বোঝাচ্ছিলেন। কর্মীদের সঙ্গে বৈঠক ছিল তাঁর। কিন্তু বিভিএ কর্মীরা দাবি করেন তিনি নাকি টাকা বিলি করছিলেন। তবে খামে তিনি কী দিচ্ছিলেন তার উত্তর পাওয়া যায়নি।

spot_img

Related articles

কুকি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন মেইতেই যুবক

মনিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি একটু শান্ত হলেও কুকি- মেইতেই হিংসার (meitei-kuki violence) রেশ এখনও কাটেনি। এরই মাঝে কুকি সম্প্রদায়ের...

চেন্নাইতে কাজে গিয়ে মৃত্যু মালদহের পরিযায়ী শ্রমিকের!

আট দিন নিখোঁজ থাকার পর চেন্নাইতে বাংলার পরিযায়ী শ্রমিকের (West Bengal Migrant Worker) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। মালদহের হরিশচন্দ্রপুরের...

তৃণমূলের চাপে সুপ্রিম নির্দেশ মেনে শনিবারের মধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের পথে কমিশন

লজিক্যাল ডিসক্রিলেন্সির (logical discrepancy) নামে বাংলার বৈধ ভোটারদের লাগাতার হয়রান করে চলেছে বিজেপির (BJP) নেতৃত্বে কাজ করা জ্ঞানেশ...

‘শাহরুখের কাকু বলিনি’, AI-র ঘাড়ে দোষ চাপালেন হান্দে!

বিতর্কের মুখে পড়ে অবশেষে মুখ খুললেন তুরস্কের অভিনেত্রী। শাহরুখ খানকে (Shahrukh Khan) 'কাকু' সম্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ার চর্চায়...