মহারাষ্ট্রে নির্বাচনের আগের দিন বিজেপির টাকা বিলি খোলাখুলি সামনে চলে এলো। খামে ভরে টাকা দেওয়ার সময় বিজেপি বিধায়ক তথা বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে (Vinod Tawde) হাতে নাতে ধরে ফেলেন বহুজন বিকাশ অগাড়ির (BVA) কর্মীরা। কার্যত পুলিশ গিয়ে বিক্ষোভের মধ্যে থেকে উদ্ধার করে বাঁচায় কোনওক্রমে। ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে কংগ্রেস।

বুধবার একদফার নির্বাচন মহারাষ্ট্রে। তার আগে নালাসোপারা (Nalasopara) এলাকার একটি হোটেলে টাকা বিলি করছিলেন বিজেপি নেতা বিনোদ তাওড়ে (Vinod Tawde), অভিযোগ বিরোধীদের। সেই খবর পেয়ে হোটেলে ঢুকে খাম সহ বিনোদকে ধরে ফেলেন বিভিএ (BVA) নেতা কর্মীরা। এনডিএ জোটের এক সময়ের বিরোধী বিভিএ I.N.D.I.A. জোট থেকেও বেরিয়ে গিয়েছে। কিন্তু বিজেপি বিরোধী পন্থা থেকে সরে আসেননি ভিরারের বিভিএ বিধায়ক হিতেন্দ্র ঠাকুর। তাঁরই বিধানসভা এলাকায় বহিরাগত নেতার টাকা বিলিকে নিয়ে সরব হয় বিভিএ।
এর আগে লোকসভা থেকে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিতে বারবার বিজেপি নেতা, কর্মীদের বাড়ি-গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা নতুন নয়। নির্বাচনে টাকার ছড়াছড়ি বন্ধ করতে নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর ঘটা করে বিরোধীদের বড় বড় নেতামন্ত্রীদের গাড়ি চপারে তল্লাশি চালিয়ে তৎপরতা দেখিয়েছে নির্বাচন কমিশন। অথচ বিনোদ তাওড়ের মতো নেতারা আনাচে কানাচে বিলি করছেন টাকা। ভিরার কেন্দ্রে এবার জোর লড়াই কংগ্রেসের সন্দীপ পাণ্ডের সঙ্গে বিজেপির রজন নায়েকের। বিজেপি নেতার টাকা বিলির ভিডিও সাংবাদিক বৈঠকে দেখিয়ে কমিশনে অভিযোগ দায়েরের পাশাপাশি বিজেপির মুখোশ খোলেন কংগ্রেসে নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে।

যদিও ধরা পড়ে যাওয়ার পরে সাফাই বিনোদ তাওড়ের, তিনি এলাকার কর্মীদের ইভিএমের কার্যপ্রণালী বোঝাচ্ছিলেন। কর্মীদের সঙ্গে বৈঠক ছিল তাঁর। কিন্তু বিভিএ কর্মীরা দাবি করেন তিনি নাকি টাকা বিলি করছিলেন। তবে খামে তিনি কী দিচ্ছিলেন তার উত্তর পাওয়া যায়নি।
