Monday, November 17, 2025

রোহিতের প্রথম টেস্টে না খেলা নিয়ে মুখ খুললেন অজি এই ক্রিকেটার

Date:

২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। পারথে প্রথম টেস্ট। প্রথম টেস্টে খেলছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। সদ্য দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা। স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছেন ভারত অধিনায়ক। এরপর এই নিয়ে সমালোচনাও হয়েছে প্রচুর। রোহিতের প্রথম টেস্ট না খেলা নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর , সৌরভ গোঙ্গোপাধ্যায়। রোহিতের এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি তারা। তবে এই ক্ষেত্রে রোহিতের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড। রোহিতের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তিনি।

রোহিতের এই সিদ্ধান্ত নিয়ে হেড বলেন, “ আমি রোহিতের সিদ্ধান্তকে সমর্থন করি। এমন পরিস্থিতিতে পড়লে আমিও একই সিদ্ধান্ত নিতাম। ক্রিকেটারদের অনেক কিছু ত্যাগ করতে হয়। আমরা অনেক কিছু পাই, আবার জীবনের অনেক মুহূর্তের সাক্ষী থাকতে পারি না। রোহিতের জায়গায় থাকলে আমি একই সিদ্ধান্ত নিতাম। এমন মুহূর্তের সাক্ষী থাকতে চাইতাম। আশা করব এই সিরিজে রোহিত তাড়াতাড়ি ফিরবে।“

রোহিতের প্রথম টেস্ট না খেলা নিয়ে গাভাস্কর বলেছিলেন, “ অধিনায়কের প্রথম টেস্ট খেলা খুবই গুরুত্বপূর্ণ। চোট থাকলে আলাদা ব্যাপার। কিন্তু যদি সে প্রথম টেস্ট খেলতে না চায় তাহলে সহকারী অধিনায়কের উপর চাপ পড়ে। আমি এক জায়গায় পড়ছিলাম, রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট না-ও খেলতে পারে। আমার মনে হয় সেক্ষেত্রে নির্বাচন কমিটির উচিত গোটা সিরিজের জন্যই বুমরাহকে অধিনায়ক করে দেওয়া। সেই সঙ্গে রোহিতকে বলে দেওয়া, সিরিজের মাঝে দলে যোগ দিলে শুধুমাত্র খেলোয়াড় হিসাবে থাকতে হবে। প্রথম টেস্টে রোহিতের অবশ্যই দলের সঙ্গে থাকা উচিত।“ ওপর দিকে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গোঙ্গোপাধ্যায় বলেছিলেন, “আমি আশা করছি রোহিত খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়া চলে যাবে। ওর নেতৃত্ব দলের প্রয়োজন। ওর পুত্র হয়েছে। এ বার ও যেতে পারে। আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে পারথে খেলতাম।“

আরও পড়ুন- গাভাস্করের পালটা দিলেন পন্থ, জানালেন টাকার জন্য ছাড়েননি দিল্লি


Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version