আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আসীন হওয়ার পর থেকেই Chrome দুনিয়ায় বিশাল বদলের সম্ভাবনা। সোমবার প্রকাশিত এক মিডিয়া রিপোর্ট প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইন্টারনেট জায়ান্টের উপর একটি বড় অ্যান্টিট্রাস্ট ক্র্যাকডাউনে (Antitrust Crackdown) মার্কিন যুক্তরাষ্ট্র বিচারককে গুগল প্যারেন্ট কোম্পানি ‘অ্যালফাবেট’-কে তার বহুল ব্যবহৃত ‘ক্রোম ব্রাউজার’ (Chrome Browser) বিক্রি করার জন্য অনুরোধ করেছে। এরপরই ক্রোমে কোপ পড়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

US ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সাথে অ্যান্টিট্রাস্ট কর্মকর্তারা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলেই জানা যাচ্ছে। আগামী বুধবার আদালতে ক্রোম বিক্রি এবং গুগলের ব্যবসার অন্যান্য বিষয়গুলিকে তুলে ধরা হবে বলে জানা যাচ্ছে। মার্কিন সরকার জানিয়েছে, তাদের স্মার্টফোন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বা এর ক্রোম ব্রাউজার সরিয়ে নিলে কী কী পরিবর্তন হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
