Monday, May 19, 2025

নিজের দলে নয়, দলীয় পঞ্চায়েত প্রধানের হাতে আক্রান্ত বিজেপি সদস্যার আস্থা রাজ্য সরকারে

Date:

Share post:

দল নয়, আস্থা রয়েছে বিরোধী রাজনৈতিক দল তৃণমূল (TMC) শাসিত রাজ্য সরকারের উপর। সেই কারণে বিচার চাইতে প্রয়োজনে প্রশাসনের দ্বারস্থ হবেন। আইনের পথে হাঁটবেন। এমনটাই জানালেন বিজেপির (BJP) পঞ্চায়েত প্রধানের হাতে আক্রান্ত দলেরই পঞ্চায়েত সদস্যা প্রতিমা মণ্ডল (Pratima Mandol)। এদিন বিজেপি পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডল ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। বিজেপি জেলা সভাপতির সামনে তাঁকে এবং তাঁর ছেলেকে মারধর করার তীব্র প্রতিবাদ জানান।

মালদহের মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয় দলেরই গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিমা। মানিকচকের দলীয় কার্যালয়ে একদল পুরুষ সদস্যের সামনে ওই পঞ্চায়েত সদস্য প্রতিমাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বিজেপি জেলা সভাপতি-সহ কোনও নেতৃত্বই প্রতিবাদ জানাননি বলে অভিযোগ প্রতিমার। বিজেপি (BJP) নেতা শক্তি মণ্ডলকে তিনি সমাজবিরোধী বলে আক্রমণ করেন। দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে যে তাঁকে এরকমভাবে আক্রান্ত হতে হবে স্বপ্নেও ভাবেননি প্রতিমা। বিজেপি প্রধান ও তাঁর দলবল মানুষের পাশে না থেকে গুলি-বোমা নিয়ে গ্রাম পঞ্চায়েত চালাচ্ছেন। এই অভিযোগে সরব হয়েছেন তিনি। দল যদি কোনও বিচার না করতে পারে তাহলে শীঘ্রই তিনি আইনের দ্বারস্থ হবেন। শুধু তাই নয়, রাজ্য সরকারের কাছেও তিনি সুবিচার চাইবেন।

এ নিয়ে দুবার তাঁর উপর বিজেপি প্রধান আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ প্রতিমার। অক্টোবর মাসের ৫ তারিখ মথুরাপুর আমবাগানে দলীয় সভার নামে তাঁকে ডাকা হয়। বন্দুক ও ধারালো অস্ত্র দেখিয়ে প্রতিমাকে স্বাক্ষর করার জন্য জোরাজুরি করেন শক্তি ও তাঁর দলবল। মানিকচক বিজেপি কার্যালয়ে জেলা সভাপতি সামনে, তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় মানিকচক গ্রামীণ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এরপরই বুধবার পঞ্চায়েত প্রধান ও বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি।








spot_img

Related articles

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...

পাকিস্তানের অপারেশন! অজ্ঞাত আততায়ীদের হাতে খুন লস্কর নেতা সইফুল্লাহ

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...