Monday, November 17, 2025

নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তলকে শর্তসাপেক্ষে জামিন হাইকোর্টের, জেলমুক্তি এখনই নয়

Date:

প্রাথমিক নিয়োগ মামলায় টাকা নিয়ে চাকরি বিক্রি করার অভিযোগে দু’বছর আগে ইডির (ED )হাতে গ্রেফতার হন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। ২০২৩ সালের ২১ জানুয়ারি প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযানের পর তাঁর বয়ানে অসংগতি থাকায় গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। বুধবার শর্তসাপেক্ষে জামিন পেলেন কুন্তল। যদিও এখনই জেলমুক্তি হচ্ছে না হুগলির নেতার।

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ‘ঘনিষ্ঠ’ তথা নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল (Tapas Mondal) এই কুন্তল ঘোষের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ করেছিলেন। প্রায় ১৯ কোটি টাকার দুর্নীতির তথ্য প্রমাণ ED-কে তিনি দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। কুন্তল গ্রেফতার হওয়ার পর থেকেই জামিনের জন্য বহুবার আবেদন করেছেন। এমনকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টে এই কেস ফিরিয়ে দেয়। বুধবার সেই মামলার শুনানিতে শর্তসাপেক্ষে জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ (Shubhra Ghosh)। তিনি স্পষ্ট বলেন কেন্দ্রীয় এজেন্সি যে তথ্য প্রমাণ তুলে ধরেছে তা মোটেই সন্তোষজনক নয়। এরপরই ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে কুন্তলকে।

কোন কোন শর্তে ইডি মামলায় জামিন পেলেন কুন্তল?

• অভিযুক্তকে পাসপোর্ট জমা রাখতে হবে

• নিম্ন আদালতে শুনানির সময় তাঁর হাজিরা বাধ্যতামূলক

• তদন্তকারী অফিসাররা সবসময় যোগাযোগ করতে পারবেন এরকম একটি মোবাইল নম্বর জমা দিতে হবে এবং চাইলেও তা পরিবর্তন করা যাবে না

• এই মামলার কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না

মহারাষ্ট্রে ভোটগ্রহণ শুরু, ঝাড়খণ্ডে শেষ দফার টক্কর ‘ইন্ডিয়া’ বনাম ‘এনডিএ’-র!

যদিও সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন মঞ্জুর না হওয়ায় এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না কুন্তল।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version