Thursday, December 25, 2025

মুখ্যসচিবকে চিঠি সিনিয়র ডাক্তারদের, কী দাবি জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্সের

Date:

Share post:

জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) পর এবার মুখ্যসচিবকে চিঠি লিখলেন সিনিয়র ডাক্তাররাও (Senior Doctors)। মু্খ্যসচিবের (Chief Secretary) সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি (Letter) দেওয়া হয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স (Joint Platform of Doctors) সংগঠনের পক্ষ থেকে। ডাক্তারদের একাধিক অভিযোগ জানিয়ে মুখ্যসচিবকে চিঠি লেখেন সিনিয়র ডাক্তাররা।

রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্সের (Joint Platform of Doctors) তরফে বলা হয়েছে, আরজি কর-কাণ্ডের সময় ডাক্তার অভীক দে, ডাক্তার বীরূপাক্ষ বিশ্বাস, ডাক্তার করবী বড়ালদের বিরুদ্ধে নানারকম অভিযোগ উঠেছিল। তাঁদের বিরুদ্ধে তদন্তের জন্য হাইপাওয়ার কমিটিও (High Power Committee) তৈরি করা হয়েছিল। কিন্তু সে অর্থে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই কমিটি বর্তমানে কী কাজ করছে, তা জানতে চাওয়া হয়েছে চিঠি দিয়ে। এছাড়া অমানবিক ভাবে বদলি চলছে বিভিন্ন হাসপাতালে, বিমাতৃসুলভ আচরণ তো রয়েইছে, এমন নানা অভিযোগ নিয়ে সিনিয়র ডাক্তাররা আলোচনা চান মুখ্যসচিবের (Chief Secretary) সঙ্গে। এখন মুখ্যসচিবের কাছে এই মর্মে সময় চেয়েছেন তাঁরা।

এর আগে দেখা গিয়েছে জুনিয়র ডাক্তাররা একাধিকবার চিঠি দিয়েছেন মুখ্যসচিবকে (Chief Secretary)। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চেয়েছেন এবং দাবি করেছেন। এবার সিনিয়র ডাক্তাররাও সেই পথেই হাঁটলেন। আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকেই অভিযোগ উঠছিল, সরকারি ডাক্তাররা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করছেন। আবার স্বাস্থ্যসাথী কার্ডে তাঁরা বেশি করে চিকিৎসা করেছেন। সমস্যার সমাধান হতে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের সব দাবি মেনে নিয়েছে। কিন্তু এরই মাঝে কয়েকদিন আগে অভিযোগ ওঠে, রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভেঙে দেদার প্রাইভেট প্র্যাকটিস করছেন সরকারি হাসপাতালের পিজিটি। এই ঘটনাতেও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়ে অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন (WBJDA)। প্রশ্ন ওঠে, যে ডাক্তাররা ন্যায়ের দাবি তুলে দিনের পর দিন সরকারি হাসপাতালে অচলাবস্থা চালালেন, তাঁরাই এমন কাজ করছেন! এই অভিযোগ তুলে মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) এবং রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...