ভয়াবহ বায়ুদূষণ (Delhi Air Pollution) থেকে সামান্য হলেও স্বস্তি রাজধানীর। AQI রিপোর্ট বলছে, আট দিন ধরে পরিস্থিতি অস্বাভাবিক খারাপ থাকার পর বৃহস্পতিবার দিল্লির বাতাসে দূষণের মাত্রা সামান্য কমেছে। যদিও এখনই বিধি নিষেধ শিথিল হচ্ছে না। দেশের রাজধানী শহর এবং সংলগ্ন এলাকায় সামগ্রিক ভাবে বাতাসের গুণগত সূচকের মান দাঁড়িয়েছে ৩৭৯। গত কয়েক দিনে যা ৫০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

এদিন সকাল থেকে ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা কমেছে দিল্লিতে। প্রভাব পড়েছে বিমান চলাচলে। ৯৭টি বিমান দেরিতে চলছে, তিনটি বিমান বাতিল করতে হয়েছে। দিল্লির কোনও কোনও জায়গায় দূষণের মান এখনও উদ্বেগজনক। সিপিসিবি-র (CPCB ) পরিসংখ্যান বলছে, বৃহস্পতিবার সকালেও জাহাঙ্গিরপুরী, ওয়াজ়িরপুরের মতো জায়গায় বাতাসের গুণগত সূচকের মান ৪৩৭ রয়েছে।বাওয়ানা, অশোক বিহারে এই মান ৪১৫-র উপরে রয়েছে।
