Wednesday, May 7, 2025

ফাঁস গৌতম আদানির প্রতারণা, জারি গ্রেফতারি পরোয়ানা! বিরোধীদের তোপের মুখে মোদি সরকার

Date:

আবারও বিতর্কের শিরোনামে শিল্পপতি গৌতম আদানি৷ আবারও গৌতম আদানিকে কেন্দ্র করে ব্যাকফুটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার৷ মার্কিন যুক্তরাষ্ট্রে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে সরকারি আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছেন গৌতম আদানি, এই অভিযোগ উঠেছে৷ এই মর্মে মার্কিন আদালতেও মামলা দায়ের হয়েছে৷ সেদেশের প্রশাসনের তরফে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি৷ এর পরেই দেশে গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একযোগে আক্রমণ করেছে বিরোধী শিবির৷ তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী শিবিরের প্রভাবশালী সব কটি দলই এদিন গৌতম আদানিকে তোপ দাগার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তীব্র ভাবে নিশানা করেছে৷

এই প্রসঙ্গেই শিল্পপতি গৌতম আদানিকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন কি ? টুইট করে জানতে চেয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ তাঁর অভিযোগ, মোদি সরকার এবং আদানি গোষ্ঠী একযোগে ষড়যন্ত্র করে দেশের সম্পদ বিদেশে বিক্রি করছে, দেশের গরিব মানুষের করের টাকা ধ্বংস করছে৷ একই সুরে গৌতম আদানি এবং মোদি সরকারকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে৷ তাঁর প্রশ্ন, ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ কোন সরকারি আধিকারিককে দিয়েছে গৌতম আদানির সংস্থা ? এই প্রসঙ্গে ইডি কেন কোনও পদক্ষেপ করেনি ? প্রশ্ন তুলেছেন সাকেত গোখলে৷

তৃণমূল কংগ্রেসের মতই গোটা ঘটনায় গৌতম আদানি এবং মোদি সরকারকে তোপ দেগেছে কংগ্রেসও৷ নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস সাংসদ ও লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর দাবি, অবিলম্বে গ্রেফতার করা হোক গৌতম আদানিকে৷ রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে গোটা ষড়যন্ত্রে জড়িত, তিনিই আদানির রক্ষাকর্তার ভূমিকায় আছেন৷ এই কারণেই আদানির ২ হাজার কোটি টাকার কেলেঙ্কারির কোনও তদন্ত এদেশে হবে না, দাবি জানান রাহুল গান্ধী৷

তাত্‍পর্যপূর্ণ হল, এমন একটা সময়ে গৌতম আদানিকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন বিতর্ক সামনে এসেছে, যার কয়েকদিনের মধ্যেই সংসদের শীতকালীন অধিবেশন৷ এই আবহে মোদি সরকারকে তুলোধোনা করার জন্য আদানি ইস্যু বড় হাতিয়ার হবে বিরোধী শিবিরের, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ৷ এর আগেও গৌতম আদানির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে সোচ্চার হয়েছিল বিরোধী শিবির৷ এবার মার্কিন মুলুকে দুর্নীতির অভিযোগ ওঠা গৌতম আদানি এবং মোদি সরকারকে নিশানা করা আরও সহজ হয়েছে বলেই তথ্যাভিজ্ঞ মহলের দাবি৷

আরও পড়ুন- যেখানেই হামলা সেখানেই প্রতিবাদ, নন্দীগ্রাম থেকে কর্মীদের বার্তা কুণালের

Related articles

আবেগতাড়িত বার্তায় টেস্টকে বিদায় রোহিত শর্মার

আইপিএলের মাঝেই বিরাট ঘোষণা রোহিত শর্মার(Rohit Sharma)। টেস্ট ফর্ম্যাট(Test Cricket) থেকে অবসরের ঘোষণা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত...

কথায় -কবিতায়-গানে মৌ রায়চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

৭ মে, ২০২৪ মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হয় টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর কো চেয়ারপারসন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং...

পেহেলগাম হামলার উৎসে পৌঁছাতে কাশ্মীরের পর্যটক – স্থানীয়দের কাছে সাহায্যের আবেদন এনআইএ-র

পেহেলগামে নারকীয় জঙ্গি হামলার পর পাল্টা প্রতিরোধে বড়সড় পদক্ষেপ নিয়েছে ভারত। "অপারেশন সিন্দুর"-এর মাধ্যমে পাকিস্তানে অবস্থিত লস্কর-ই-তইবা ও...

উচ্চ মাধ্যমিকে হুগলির দুর্দান্ত দাপট, মেধা তালিকায় ১৪ জন পড়ুয়া

৭ মে, বুধবার প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাত্র ৫০ দিনের মধ্যে ফল প্রকাশ করল...
Exit mobile version