Wednesday, November 12, 2025

R G Kar-তদন্ত গতির দাবিতে CPIM-এর CGO অভিযান, সঞ্জয়ের ফাঁসি চায় কি না স্পষ্ট করুক: কটাক্ষ কুণালের

Date:

আর জি কর মেডিক্যাল কলেজের  ডাক্তারি পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় CBI তদন্তের দাবি সরব হয়েছিল সিপিআইএম (CPIM)। ১০০ দিন পেরিয়ে যাওয়ার পরেও সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত কোনও অগ্রগতি নেই! এই অভিযোগে ও দ্রুত তদন্তের দাবিতে বৃহস্পতিবার উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক দেয় সিপিএম। এই মিছিল নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি সোজাসুজি প্রশ্ন তোলেন, ”সঞ্জয় রাইয়ের ফাঁসি চায়, না চায় না, আগে স্পষ্ট জানাক সিপিএম।”

এদিন দুপুরে উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স (CGO Complex) পর্যন্ত মিছিল করে সিপিএম। আর জি কর কাণ্ডের ১০০দিন হয়ে গেলেও তদন্তে অগ্রগতি হয়নি। এখনও পর্যন্ত কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল, সেই সঞ্জয় রাই ছাড়া মূল অভিযুক্ত হিসেবে কাউকেই গ্রেফতার করা হয়নি। এই পরিস্থিতিতে দ্রুত তদন্ত এগিয়ে দিয়ে যাওয়ার দাবিতে এদিন সিডিও কমপ্লেক্স অভিযান করে সিপিএম। মিছিলে ছিলেন, সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, নেতা সুজন চক্রবর্তী, নেত্রী মীনাক্ষি মুখোপাধ্য়ায় সব বাম নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। সিবিআই দফতরে গিয়ে সেলিম, মীনাক্ষিরা স্মারকলিপিও জমা দেন। পরে, ম্যাটাডরে অস্থায়ী মঞ্চ করে সিবিআই-য়ের বিরুদ্ধে সুর চড়ান সেলিমরা।

বামেদের এই মিছিলকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, ”আরজিকরের ঘটনা ভয়ঙ্কর। বাজে ঘটনা। ধর্ষণ ও খুন। চব্বিশ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ, ধর্ষক খুনিকে গ্রেফতার করেছে। তো ওনারাই তো বললেন, We want CBI !  চাই না কলকাতা পুলিশ।” এর পরেই তীব্র আক্রমণ করে কুণাল বলেন, ”আমি সিপিএমকে অনুরোধ করব, আপনারা কি এখন সঞ্জয় রাইয়ের পক্ষে? সিপিএম পরিষ্কার করে বলুক , ফাঁসি চায়? না কি ফাঁসি চায় না? সিপিএম আগে স্পষ্ট করে বলুক সঞ্জয় রাইয়ের ফাঁসি সিপিএম চায় কি চায় না? সিপিএম বড়বড় কাজ করার ফাঁকে, এইটা আগে স্পষ্ট করে বলুক।” এর আগে সঞ্জয়ের হয়ে কথা বলতে শোনা গিয়েছিলেন বাম নেতৃত্বকে। শুধু তাই নয়, তার ফাঁসির সাজা হলে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য উচ্চতর আদালতে ‘দোষী’ সঞ্জয়ের হয়ে লড়বেন বলে শোনা যায়। সেই প্রসঙ্গেই কুণালের এই আক্রমণ বলে মত রাজনৈতিক মহলের।








Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version