Sunday, May 18, 2025

বিধাননগর এলাকায় দুদিনের মধ্যে সব বেআইনি হোর্ডিং খোলার নির্দেশ হাইকোর্টের

Date:

কলকাতা হাই কোর্ট (Advertisement Hoarding) বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ রায়ে নির্দেশ দিয়েছে, আগামী দু’দিনের মধ্যে বিধাননগর পুরসভা এলাকার সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলতে হবে। যদি কোনও বিজ্ঞাপন সংস্থা এই নির্দেশ অমান্য করে হোর্ডিং(Advertisement) খুলতে না চায়, তাহলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি এবং জরিমানা আরোপ করার নির্দেশও দেওয়া হয়েছে।বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে ওই এলাকা থেকে সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলতে হবে। আদালতের নির্দেশ কার্যকর করে ২০ ডিসেম্বর হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।

হাইকোর্টে (hihgcourt) একটি জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়, বিধাননগরে পুরসভার নির্দেশিকা মানা হচ্ছে না। বেআইনিভাবে যত্রতত্র হোর্ডিং লাগানো হচ্ছে।আদালতে মামলাকারীর বক্তব্য, বিভিন্ন হোর্ডিং থেকে বিপুল পরিমাণে রাজস্ব আসে পুরসভার। তাদের কয়েক হাজার কোটি টাকা আয় হয়। কিন্তু তা সত্ত্বেও বেআইনি হোর্ডিংয়ের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন না পুর কর্তৃপক্ষ।

আদালতে রাজ্য জানিয়েছে, ওই এলাকায় ৩৫১টি বেআইনি হোর্ডিং-এর খোঁজ পাওয়া গিয়েছে। সেগুলি খুলে ফেলার জন্য সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থাকে নোটিশ দেওয়া হয়েছে। এমনকি, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও জানানো হয়েছে। এরপরই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ দুদিনের মধ্যে হোর্ডিং খোলার নির্দেশ দেন।রাজ্যের পাল্টা আশ্বাস, ওই সব সংস্থা কাজ না করলে পদক্ষেপ করবে পুরসভা।

জানা গিয়েছে, বেআইনি হোর্ডিং নিয়ে নিয়ম না মানলে আইন অনুযায়ী কোনও ব্যক্তিকে গ্রেফতার করা যেতে পারে। এ জন্য ছ’মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানাও হতে পারে। মামলাকারীর আরও অভিযোগ, নিয়ম মেনে হোর্ডিং না লাগানোয় তা থেকে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাচ্ছে। ওই সব হোর্ডিং খুলে ফেলা না হলে বড়সড় বিপদ হতে পারে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা জরি শিল্পে, হাওড়া ‘জরি হাব’ থেকেই উত্তরণ শিল্পীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বাংলার সুপ্রাচীন জরি শিল্প। বাংলা বিশেষ করে হাওড়ার জরি শিল্প আদতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৮ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

অস্ত্র কারবারি থেকে পাক গুপ্তচর, মাত্র ৫ হাজারে ভারতের তথ্য পাচার নৌমানের

পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলিকে ভারত থেকেই সাহায্য় করা হয়েছে ব্যাপকভাবে। সম্প্রতি পঞ্জাব, হরিয়ানা থেকে ছয় গ্রেফতারিতে পরতে পরতে ফাঁস...

আইপিএলে বিদায় হওয়ার পরও নতুন ক্রিকেটার নাইট শিবিরে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। রবিবার ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরে...
Exit mobile version