শুক্র-শনি শিলিগুড়িতে বন্ধ পানীয় জল পরিষেবা, পর্যাপ্ত বিকল্পের আশ্বাস মেয়রের

রক্ষণাবেক্ষণের কাজ এবং নতুন জলধার নির্মাণের কারণে শুক্র ও শনি এই দুদিন পানীয় জল পরিষেবা বন্ধ শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipality) এলাকায়। যদিও এতে সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না বলেই আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব (Goutam Deb)। ৪৭টি ওয়ার্ডে জল পৌঁছে দেওয়ার জন্য ২৫ টি ট্যাঙ্কার আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নতুন ইনটেক ওয়েলের সঙ্গে পুরনোর সংযুক্তিকরণের জন্য আজ ও আগামিকাল ২ দিন জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি ট্যাঙ্কার থেকে প্রয়োজনীয় জল সরবরাহ করা হবে পাশাপাশি মজুদ থাকবে ওয়াটার পাউচও। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত জল সরবরাহ করার পর বন্ধ হয়েছে পরিষেবা, ২৪ নভেম্বর থেকে যা আবার স্বাভাবিক হবে। এই দুদিন ১ লক্ষ করে জলের পাউচ বিলি করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।