Saturday, August 23, 2025

পুরসভার সম্পত্তি বিক্রি করে বকেয়া মেটানো যাবে না, হাই কোর্টের নির্দেশে চিন্তায় রাজ্য

Date:

কলকাতা হাই কোর্টের নির্দেশে চিন্তার ভাঁজ রাজ্যের কপালে। কারণ, পুরসভার কোনও সম্পত্তি বিক্রি করা যাবে না- নির্দেশ বিচারপতির। ফলে শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের টিসিজি গোষ্ঠীর বকেয়া প্রায় ২০০০ কোটি টাকা কীভাবে দেবে তা নিয়ে চিন্তায় রাজ্য সরকার।

প্রায় এক দশক আগে অনাবাসী ভারতীয় পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের চ্যাটার্জি গোষ্ঠী ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প এইচপিএল সংস্থাটির রাশ হাতে নেয়। টিসিজি-র সরকারের শেয়ার ক্রয়ের চুক্তির অন্যতম শর্ত ছিল এইচপিএল-এর পুনরুজ্জীবনে পর্যায়ক্রমে মোট ৩২৮৫.৪৭ কোটি টাকা আর্থিক সুবিধা দেবে রাজ্য। অথবা ১৯ বছর ধরে আর্থিক সহায়তা- যেটা আগে হবে সেটাই দেবে রাজ্য।

এই সাহায্যের অঙ্ক ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত দাঁড়ায় ৩১৭.১৩ কোটি টাকা। ওই বছরেরই জিএসটি চালুর পর থেকে ১ জুলাই সংস্থাকে আর কোনও টাকা রাজ্য দেয়নি বলে অভিযোগ। টিএসজির অধীনে থাকা এইচপিএল-এর প্রোমোটার সংস্থা এসেক্সের দাবি ছিল, “নতুন কর ব্যবস্থার সঙ্গে ওই সুবিধার শর্তের যোগ নেই। চুক্তি অনুযায়ী সেই টাকা তাদের প্রাপ্য।“ ফলে টিসিজি গোষ্ঠীর বকেয়া দাঁড়ায় প্রায় ২০০০ কোটি টাকা। কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে সেই টাকা জমা দেওয়ার নির্দেশ রাজ্যকে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ।

রাজ্যর পরিকল্পনা ছিল ক্যামাক স্ট্রিটে WBIDC-র সম্পত্তি ‘প্রতীতি’ হস্তান্তর করে সেই টাকা মিটিয়ে দেবে। কিন্তু বিষয়টি সহজ হল না। কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন “রাজ্য শিল্পোন্নয়ন নিগমের সম্পত্তি বিক্রি করা যাবে না।“ অন্তর্বর্তী নির্দেশে এও জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার কোনও সম্পত্তি বিক্রি করেই সেই টাকা মেটাতে পারবে না রাজ্য। আদালতের তরফ থেকে ২ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের হলফনামা তলব করা হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version